promotional_ad

ভিরাট, মাথা ঠাণ্ডা করোঃ পেইন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ও ভারতের অধিনায়ক ভিরাট কোহলির মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। স্ট্যাম্প মাইকে ম্যাচের তৃতীয় দিন ও চতুর্থ দিন দুই অধিনায়কের মধ্যকার কথোপকথন স্পষ্ট শোনা গেছে। 


তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যান টিম পেইনের সাথে বেশ কিছু বাক্য বিনিময় হয় স্লিপে থাকা ভিরাট কোহলির। কোহলির মন্তব্যের জবাবে চুপ থাকেন নি অজি কাপ্তান টিম পেইন। 


উপরের সারির চার ব্যাটসম্যান ও ওপেনার অ্যারন ফিঞ্চ আঙ্গুলে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর বিপদে পড়া অজিদের বিপদ মুক্ত করার দায়িত্ব বর্তায় উসমান খাজা ও টিম পেইনের ওপর। 


নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা পেইনকে উদ্দেশ্য করে কোহলি বলেছিলেন, 'তুমি আরেকবার ব্যর্থ হও, আমরা তাহলে ২-০ ব্যবধানে এগিয়ে যাবো।'



promotional_ad

জবাবে টিম পেইন বলেছিলেন, 'ভিরাট, তুমিও কিন্তু ব্যাট করবে চতুর্থ ইনিংসে, ভুলে যেও না।'


চতুর্থ দিনের প্রথম সেশনে আবার দুই অধিনায়ককে কথার যুদ্ধ চালাতে দেখা যায়। এবার অবশ্য আম্পায়ার ক্রিস গ্যাফিনি এসে দুই অধিনায়ককে আলাদা করেন। 


ব্যাটসম্যান পেইনকে উদ্দেশ্য করে কোহলি বলেছিলেন, 'আমি তোমাকে তো কিছুই বলছি না, তুমি কেন রেগে যাচ্ছ?'


তৃতীয় দিনের কথা মনে করিয়ে দিয়ে পেইন জবাবে বলেছেন, 'আমি ঠিক আছি, তুমি গতকাল মেজাজ হারিয়েছিলে। আজ কেন ভদ্র সাজার চেষ্টা করছ?'


ক্রিস গ্যাফিনি এসে দুই অধিনায়ককে বলেন, 'হ্যালো! অনেক হয়েছে। এবার থামুন।'



আম্পায়ারকে উদ্দেশ্য করে টিম পেইন বলেন, 'আমাদের কথা বলায় কোন বাঁধা নেই।'


'কি শুরু করলে, খেলা চলতে দেয়া হোক। আপনারা দুইজনই অধিনায়ক,' বলেছেন আম্পায়ার গ্যাফিনি। 


টিম পেইন জবাবে দিতে গিয়ে বলেন, 'আমরা কথোপকথন করতেই পারি। আমরা কোন বাজে শব্দ বিনিময় করছি না।'


'মাথা ঠাণ্ডা করো, ভিরাট,' সাথে যোগ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball