শরীর তাক করা বোলিংয়ে সফল উইন্ডিজ ফাস্ট বোলাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজ ফাস্ট বোলারদের শর্ট বল থিউরিতে টিকতে পারেনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানা। সিলেটে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে এক ওভার বাকি থাকতেই অল আউট হয়েছে বাংলাদেশ।
স্কোর বোর্ডে মাত্র ১২৯ রান যোগ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। একমাত্র অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া কেউই বড় স্কোর পায় নি। ৪৩ বলে ৬১ রান করেছেন তিনি।

তিন উইন্ডিজ পেসার ওশান থমাস, শেলডন কোট্রেল ও কিমো পল মিলেই বাংলাদেশের ৭ উইকেট নিয়েছে। চার ওভারে ২৮ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শেলডন কোট্রেল।
প্রথম ইনিংস শেষে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, 'আমরা শর্ট বল করতে চেয়েছিলাম, বিশেষ করে আমি ও আমার বোলিং সঙ্গী ওশান থমাস। আমরা শর্ট বল করে সফলও হয়েছি।'
উইন্ডিজ বোলাররা শর্ট বলে সফল হলেও এমন উইকেটে পুল শট খেলা কঠিন ছিলো না। সাকিব হাসান বেশ কয়েকবার স্কয়ার কাট ও পুল শটে বাউন্ডারি তুলে নিয়েছেন উইন্ডিজ পেসারদের বিপক্ষে।
কোট্রেলের ভাষায়, 'আর উইকেট দুই ধাঁচের গতি সম্পন্ন। তবে সাকিব দেখিয়েছে এখানে রান করা যায়। আমরা দুই প্রান্ত থেকেই আগুনঝরা বল করেছি। তবে আমি মনে করি এই লেন্থে পুল করা সম্ভব।'