লুইসকে বিদায় করলেন সাইফুদ্দিন

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ৫৮/১ (৪ ওভার)
হোপ ৩০*, পুরান ৫*
বাংলাদেশঃ ১২৯ অল আউট (১৯ ওভার)

(সাকিব ৬১, আরিফুল ১৭; কটরেল ৪/২৮, পল ২/২৩)
সিলেটে বাংলাদেশ দলকে মাত্র ১২৯ রানেই আটকে দিয়েছে সফরকারী উইন্ডিজ দল। অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া দলের পক্ষে আর কোন ব্যাটসম্যানই উইকেটে বেশীক্ষণ টিকতে পারেন নি। বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। উইন্ডিজদের পক্ষে শ্যানন কটরেল নিয়েছেন ৪ উইকেট।
সাইফুদ্দিন ব্রেক-থ্রু
একপ্রান্তে শাই হোপ ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের বোলারদের ঠেলে দিয়েছিলেন ব্যাকফুটে। অপরপ্রান্তে থাকা এভিন লুইসও হাত খুলতে শুরু করেছিলেন। চতুর্থ ওভারের প্রথম বলে সাইফুদ্দিনকে ছক্কা হাঁকালেও পরের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে বসেন এই বাঁহাতি ওপেনার। ১৮ রান আসে তাঁর ব্যাট থেকে। লুইস ফিরলেও হোপকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন নিকোলাস পুরান।
হোপ-লুইসের উড়ন্ত সূচনাঃ
ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলছেন উইন্ডিজ দুই ওপেনার শেই হোপ এবং এভিন লুইস। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩ ছক্কা হাঁকিয়েছেন শাই হোপ।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সাইফ উদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
উইন্ডিজ একাদশঃ
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফাবিয়ান অ্যালেন,, কিমো পল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শাই হোপ, শেল্ডন কটরেল, ওশান থমাস।