রিয়াদ-মুশফিকের আইপিএল ভাগ্য নির্ধারণ কাল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার দিন (১৮ই ডিসেম্বর) ভারতের পিঙ্ক সিটিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। বাংলাদেশ সময়ে বেলা তিনটায় (আনুমানিক) শুরু হওয়া এই নিলামে বাংলাদেশ থেকে নাম উঠবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের।
দুজনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। নিলামে মোট ৩৪৬ জন ক্রিকেটারের নাম থাকবে, যার মধ্যে ২২৬ জনই ভারতীয়। ভারত-বাংলাদেশ ছাড়া অন্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২৬ জন, অস্ট্রেলিয়ার ২৩ জন, উইন্ডিজের ও ইংল্যান্ডের ১৮ জন, নিউজিল্যান্ডের ১৩ জন, আফগানিস্তানের ৮ জন ও শ্রীলংকার ৭ জন ক্রিকেটার থাকছেন আইপিএলের নিলামে।
এছাড়া নিলামে জিম্বাবুয়ের দুই জন এবং আমেরিকা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের একজন করে ক্রিকেটার থাকছেন। এদিকে এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলা হয়েছে ৩৪৬ জন ক্রিকেটারকে।

ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাচ্ছেন ভিন্ন ভিন্ন ভিত্তিমূল্য। বিশ লাখ রুপি থেকে দুই কোটি রুপি পর্যন্ত ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের। কিন্তু নিলামে অনেক বেশি ক্রিকেটার থাকলেও খেলার সৌভাগ্য হবে অনেক কম ক্রিকেটারের।
কেননা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পর্যাপ্ত অর্থ নেই। বর্তমান চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের নিলামে খরচের জন্য বাকি আছে ৮.৪০ কোটি রুপি। তাঁরা দলে ভেড়াতে পারবে মোট দুই জনকে (দুই ভারতীয়, ০ বিদেশী)।
এছাড়া রানারআপ দল সানরাইজার্স হায়দ্রাবাদের নিলামের খরচ করার মতো বাকি আছে ৯.৭০ কোটি রুপি। দলে নিতে পারবে মোট পাঁচ জনকে (তিন ভারতীয়, দুই বিদেশী)। ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নিলামে খরচের জন্য বাকি আছে ৬৩.৮৫ কোটি রুপি। নিতে পারবে মোট দশ জনকে (আট ভারতীয়, দুই বিদেশী)।
কলকাতা নাইট রাইডার্সের বরাদ্দ অর্থ ১৫.২০ কোটি রুপি। দলে নিতে পারবে মোট ১২ জনকে (সাত ভারতীয়, পাঁচ বিদেশী)। মুম্বাই ইন্ডিয়ান্সের নিলামে খরচের জন্য বাকি আছে ১১.১৫ কোটি রুপি। দলে ভেড়াতে পারবে মোট সাত জনকে (ছয় ভারতীয়, এক বিদেশী)।
রাজস্থান রয়্যালসের সঞ্চয় রয়েছে ২০.৯৫ কোটি রুপি। নিতে পারবে মোট নয় জনকে (ছয় ভারতীয়, তিন বিদেশী)। কিংস ইলেভেন পাঞ্জাবের নিলামে খরচের জন্য বরাদ্দ অর্থ ৩৬.২০ কোটি রুপি। মোট ১৫ জনকে (১১ ভারতীয়, চার বিদেশী) দলে নিতে পারবে তাঁরা।
এছাড়া দিল্লী ক্যাপিটালসের নিলামে খরচের জন্য বাকি আছে ২৫.৫০ কোটি রুপি। দলে ভেড়াতে পারবে মোট দশ জনকে (সাত ভারতীয়, তিন বিদেশী)।