promotional_ad

প্রথম ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ?

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং উইন্ডিজ। যেহেতু সিরিজের প্রথম ম্যাচ, একাদশ নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষায় যাবেন না অধিনায়ক, বলাই যায়।


অবশ্য অধিনায়ক সাকিব আল হাসান নিজেই ইনজুরিতে পড়েছিলেন রবিবার দিন অনুশীলনের সময়। তবে ম্যাচের আগের দিন টাইগারদের কোচ স্টিভ রোডস নিশ্চিত করেছেন সাকিবের ইনজুরি অতোটা গুরুতর নয়।


সাকিবের সঙ্গে দলে নিয়মিত পারফর্মার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানরা খেলবেন বলাই যায়।



promotional_ad

ওপেনিংয়ে তামিমের সঙ্গে নামবেন লিটন দাস। সিরিজের শেষ ওয়ানডেতে তিনে নেমে দুর্দান্ত পারফর্ম করায় সেখানেই সৌম্য সরকার নামবেন, এমনটাও অনুমেয়। পেস অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন।


ম্যাচের যেকোনো পরিস্থিতিতে বল করতে পারার সক্ষমতায় আরিফুল হকের থেকে কিছুটা এগিয়েই থাকবেন তিনি। যদিও আরিফুলকে খেলানোর ব্যাপারে রবিবার দিন কোচের মন্তব্য,


'আরিফুল অসাধারণ এক ক্রিকেটার। দুঃখজনকভাবে গত কয়েকটি খেলায় সে সুযোগ পায়নি। ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে ও খেলেছিল, যেটায় জিতে আমরা সিরিজ জিতে ছিলাম। ওই ম্যাচে সে ভালো করেছিল।


'ওর খেলার ভালো সম্ভাবনা আছে (টি-টুয়েন্টি সিরিজে)। আমি আপনাদের একাদশ দেব না। তবে এটা বলতে পারি, ও কি করতে পারে তা দেখানোর সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। ও হতাশ, ও খেলতে চায়। ও নিজেকে প্রমাণের সুযোগ পাবে।'



এছাড়া অতিরিক্ত ব্যাটসম্যান একাদশে থাকলে খেলতে পারেন মোহাম্মদ মিঠুন। আর যদি অতিরিক্ত স্পিনার দরকার হয়, সেক্ষেত্রে একাদশে খেলবেন অফস্পিনার নাজমুল ইসলাম অপু।


বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball