'নিজেদের প্রমাণ করতে হবে টাইগারদের'

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজের চলতি সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই জিতেছে বাংলাদেশ। সোমবার থেকে শুরু হচ্ছে টি-টুয়েন্টি সিরিজ। যদিও এই সিরিজে উইন্ডিজকে ফেভারিট মানছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।
আর এই ফরম্যাটের শক্তিশালী উইন্ডিজের বিপক্ষে টাইগারদের নিজেদের প্রমাণ করতে হবে বলে মনে করছেন হাবিবুল বাশার সুমন। সোমবার দিন মিডিয়ার সামনে জানান,
'এই সিরিজটি আমাদের খুব ভালো গেছে, এই বছর আমাদের খুব ভালো গিয়েছে। আমরা খুব খুশি তবে এখন আমাদের কাজ শেষ হয়ে যায় নি। আমাদের টি-টুয়েন্টিতে অনেক কিছু প্রমান করার আছে। আমরা এই ফরম্যাটটা অন্য দুই ফরম্যাটের মত অতোটা ভালো খেলি না। অতোটা ধারবাহিক না।'

তবে ফরম্যাট বিবেচনায় উইন্ডিজ এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের সামনে উইন্ডিজের লড়াই সহজ হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচক নান্নু।
'উইন্ডিজের সাথে সিরিজটি খুবই কঠিন সিরিজ হবে, চ্যালেঞ্জিং সিরিজ হবে। কারণ সংক্ষিপ্ত ফরম্যাটে উইন্ডিজ সবসময় ভালো দল। এটা আমাদের মাথায় আছে।
'তারপরও ঘরের মাটিতে যেহেতু আমরা টেস্ট ওয়ানডেতে ভালো করেছি, সেই হিসেবে আমাদের চাহিদা একটু বেশি। ছেলেরা যেভাবে বোলিং করছে, ব্যাটিং করছে, সব বিভাগে যেহেতু ভালো করছে, আমরাও আশাবাদী যে এই সিরিজটাও ভালো যাবে।'
তবে এই বছরের মাঝামাঝিতে ক্যারিবীয় দীপপুঞ্জ এবং আমেরিকা সফরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টুয়েন্টি সিরিজেও জিতেছিল বাংলাদেশ। সেই সফর থেকেই আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন বাশার।
'শেষ সিরিজ যদি দেখেন, আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওদের হারিয়ে এসেছি। অবশ্যই আমরা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী, আমাদের বিশ্বাসটা অনেক বাড়িয়ে দিয়েছে। এটা সহজ হবে না। তবে এই মুহূর্তে বাংলাদেশ খুব ভালো ফর্মে আছে।'