ইনজুরিতে সাকিব আল হাসান

ছবি: সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের লড়াইয়ে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। প্রথম টি টুয়েন্টির আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে অনুশীলন করার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ওয়ানডে থেকেই কুঁচকির ইনজুরিতেও ভুগছিলেন সাকিব। সেই ইনজুরি পুরোপুরি কাটতে না কাটতেই এবার গোড়ালিতে আঘাত পেলেন তিনি। পরবর্তীতে অনুশীলন থেকে সাকিবকে সাজঘরে ফিরে যেতে দেখা যায়।

তবে সোমবার প্রথম টি টুয়েন্টি??ে তাঁর খেলা হচ্ছে কিনা এই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করছেন তেমন গুরুতর কিছু হয়নি সাকিবের। ফিজিওর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
টাইগার অলরাউন্ডার প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে নান্নু বলেছেন, 'আমি বিশ্বাস করি তেমন গুরুতর কিছু হয়নি। তবে আমরা এখনই কোন মন্তব্য করতে পারছি না যতক্ষণ না আমরা ফিজিওর কাছ থেকে রিপোর্ট পাচ্ছি।'
উল্লেখ্য এর আগে এশিয়া কাপের মাঝামাঝি সময়ে আঙ্গুলের ইনজুরিতে পড়ে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয়েছিলো সাকিবকে। এরপর চলতি উইন্ডিজ সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। টেস্ট এবং ওয়ানডে সিরিজের দলেও ছিলেন এই অলরাউন্ডার।