টানা তিন সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী উইন্ডিজদের বিপক্ষে এরই মধ্যে টেস্ট এবং ওয়ানডে সিরিজ সফলভাবে জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার টানা তিনটি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টি টুয়েন্টির নতুন মিশনে মাঠে নামতে যাচ্ছে তাঁরা। আগামীকাল দুপুর সাড়ে বারোটায় সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি টুয়েন্টি খেলবে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে অবশ্য বেশ আটঘাঁট বেঁধেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। কেননা টেস্ট এবং ওয়ানডের উইন্ডিজদের সাথে টি টুয়েন্টির উইন্ডিজের বিস্তর ফারাক রয়েছে। ২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ বিজয়ী এই দলটির প্রিয় ফরম্যাট হিসেবেই গণ্য করা হয় টি টুয়েন্টিকে।
তার ওপর উইন্ডিজদের টি টুয়েন্টি স্কোয়াডে রয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট, দীনেশ রামদিন, এভিন লুইস, কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শাই হোপও থাকছেন আগামীকালের ম্যাচে।
টাইগারদের থেকে টি টুয়েন্টি র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েও আছে ক্যারিবিয়ানরা। বর্তমানে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তমে অবস্থান করছে তারা। যেখানে বাংলাদেশ মাত্র ৭৭ পয়েন্ট নিয়ে আছে দশম অবস্থানে।
তবে ঘরের মাটিতে খেলা বলেই বাড়তি আত্মবিশ্বাস পাওয়ার অবকাশ থাকছে সাকিব আল হাসানের দলের। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে টানা তিনটি সিরিজ নিজেদের করে নিতে পারবে কিনা লাল সবুজের দেশটি সেটি সময়ই বলে দিবে।
মুখোমুখিঃ
এখন পর্যন্ত মোট ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ এবং বাংলাদেশ। এর মধ্যে দুই দলেরই জয়ের সংখ্যা ৪টি করে। আর একটিতে কোনও ফলাফল আসে নি। উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দুটি জয় এসেছে গত ক্যারিবিয়ান সফরেই। সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ দুইটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিলো টাইগাররা।
পিচ এবং কন্ডিশনঃ

উইন্ডিজদের বিপক্ষে সিলেটের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডেতে স্পিনাররাই সুবিধা পেয়েছিলেন বেশি। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে মেহেদি হাসান মিরাজ একাই তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ানদের ৪টি উইকেট।
এছাড়াও সাকিব আল হাসান পেয়েছিলেন ২টি। এবার টাইগারদের স্পিন শক্তিমত্তার কথা চিন্তা করে আগামীকালের ম্যাচেও একই ধরণের উইকেট বানানো হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। সেক্ষেত্রে সাকিব এবং মিরাজের সাথে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে থাকবেন নাজমুল ইসলাম অপু।
চোখ থাকবে যাদের ওপরঃ
সৌম্য সরকারঃ
ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি দিয়ে অনেক দিন পর স্বরূপে ফিরেছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। খেলেছিলেন ব্যাট হাতে ৮১ বলে ৮০ রানের দুর্দান্ত একটি ইনিংস। যেখানে তিনি হাঁকিয়েছিলেন ৫টি চার এবং ৫টি বিশাল ছয়। সুযোগ পেলে বিধ্বংসী সেই রূপ এবার টি টুয়েন্টিতেও বয়ে নিয়ে আসতে চাইবেন সৌম্য নিঃসন্দেহে।
সাকিব আল হাসানঃ
উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের টি টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন এখন পর্যন্ত ৭টি ম্যাচ। এর মধ্যে বল হাতে ৬.৩৯ ইকোনমি রেটে তাঁর শিকার ১১টি উইকেট। গত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল হাতে ২টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন সাকিব। আইপিএল, পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্টে খেলে আসা সাকিব যেকোনো মুহূর্তেই হয়ে উঠতে পারেন ক্যারিবিয়ানদের হুমকির কারণ।
এভিন লুইসঃ
টি টুয়েন্টি ফরম্যাটের একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ২৬ বছর বয়সী এই ওপেনার। এখন পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে ৩০ ঊর্ধ্ব গড়ে ৫২৯ রান সংগ্রহ করেছেন লুইস। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল বরিশাল বুলস এবং ঢাকা ডাইনামাইটসের হয়েও। সুতরাং বাংলাদেশের সাথে বেশ ভালোই পরিচিতি রয়েছে তাঁর। আগামীকালের ম্যাচে তাই তাঁর ওপর পাদ প্রদীপের আলো থাকছে অনেকটাই।
ওশানে থমাসঃ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ফিটনেসের অভাবে খেলা হয়নি ক্যারিবিয়ান পেসার ওশানে থমাসের। তবে আগামীকালের ম্যাচে বল হাতে দেখা যেতে পারে তাঁকে।
দ্বিতীয় ওয়ানডেতে টাইগার শিবিরে আতঙ্ক সৃষ্টি করেছিলেন ২১ বছর বয়সী এই তরুণ। শিকার করেছিলেন ৫৪ রান খরচায় ৩টি উইকেট। এবার তাই থমাসকে সামলাতে যথেষ্ট আটঘাঁট বেঁধে নামতে হবে টাইগার ব্যাটসম্যানদের।
বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, আরিফুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, সৌম্য সরকার, তামিম ইকবাল।
উইন্ডিজ স্কোয়াডঃ
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শিরফানে রাদারফোর্ড, ওশানে থমাস, কেসরিক উইলিয়ামস।