'বাংলাদেশ পাঁচজনের দল নয়'

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহিম- জাতীয় দলের বেশীরভাগ ম্যাচ জয়েরই গুরুত্বপূর্ণ অবদান থাকে এই পাঁচজনের।
পঞ্চপাণ্ডব খ্যাত এই ক্রিকেটারদের বাইরে টাইগারদের কেউ পারফর্ম করেন না, এমন কথা দীর্ঘদিন ধরেই প্রচলিত। কিন্তু জাতীয় দলের কোচ স্টিভ রোডস বলছেন ভিন্ন কথা। বাংলাদেশকে পাঁচজনের দল মানতে নারাজ তিনি। সিলেটে মিডিয়ার সামনে তিনি জানান,
'আমি জানি আমরা একটি দল এবং একটি স্কোয়াড। কেন মানুষ শুধু পাঁচ জনের কথা বলে আমার জানা নেই। মিডিয়ার এটা বোঝা উচিত যে আমরা এগারো জনের দল এবং ১৫-১৬ জনের স্কোয়াড। তাহলে আমাদের তরুণ এবং সিনিয়র ক্রিকেটারদের থেকে চাপ কিছুটা সরে যাবে।

'সিনিয়ররা বলবে, 'অপেক্ষা করুন, আমরা ৫ জন নই। আমরা ১১,১৫ বা ২০ জন।' আমাদের জন্য ভালো হচ্ছে আমরা বেশ কিছু প্রতিভাবান পারফর্মার পেয়েছি যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।'
বস্তুত গত কয়েকমাসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররা বারবারই সহজাত প্রতিভার স্বাক্ষর রেখেছেন। লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন বা মেহেদি হাসান মিরাজরা বড় মঞ্চেও প্রমাণ করেছেন নিজেদের।
আর মুস্তাফিজুর রহমান তো কয়েকবছর থেকেই দলের পেস বোলিং ইউনিটের সেরা অস্ত্র হিসেবে স্বীকৃত। সবমিলিয়ে ইংলিশ এই কোচের যুক্তি,
'মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। সে সব ফরম্যাটে ভালো খেলছে। সে উদীয়মান অলরাউন্ডার হিসেবে দারুণ এক উদাহরণ। এশিয়া কাপের ফাইনালে কিন্তু সে ওপেন করেছিলো এবং ভালো খেলেছিল। সৌম্য দারুণভাবে ফিরে এসেছে এবং ভালো খেলেছে।'
'লিটন দাস খুবই বিপদজনক ক্রিকেটার এবং সে বড় ম্যাচে ভালো খেলেছে। এছাড়াও অনেকে পারফর্ম করছে। মুস্তাফিজকে নিয়ে কেউ কথা বলে না। সে এইমুহূর্তে বিশ্বের সেরা একজন ডেথ বোলার। সে কি ওই পাঁচজনের ভিতরে পড়েছে? আমার জানা নেই (হাসি...)।'