পরিপূর্ণতার খুব কাছে বাংলাদেশ

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে ঘিরেই দলে সবরকমের পরীক্ষা নিরীক্ষা করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টাইগার কোচ স্টিভ রোডস জুটি।


এরইমাঝে অনেককিছুর ফল পেয়েছেন তাঁরা এবং অনেক ক্রিকেটারকে আরও বেশি পর্যবেক্ষণ করে নিতে চান। ইংল্যান্ডে সফলতা পেতে যা থাকা দরকার তারও খুব কাছাকাছি বাংলাদেশ, জানিয়েছেন রোডস।


বিশেষ করে নিজের ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এবং দলে সাকিব আল হাসান বা মাশরাফিদের মতো সিনিয়ররা থাকায় প্রত্যাশা প্রাপ্তিতে বিলম্ব দেখছেন না রোডস। সিলেটে শনিবার দিন জানান,   


promotional_ad

'মাশরাফি এবং আমি বেশ কয়েকবার আলাপ করেছি। গতকালের ম্যাচের আগেও আমাদের লম্বা কথা হয়েছে। আমরা যা চাই সেটার খুব কাছাকাছি আমরা। আমরা ভাগ্যবান কেননা লম্বা সময়ে আমি ইংল্যান্ডে ক্রিকেট খেলেছি। আমি সেখানকার সবগুলো মাঠ সম্পর্কে ভালোভাবে জানি। 


'মাশরাফিও কিছু বিষয়ে বিশেষজ্ঞ। এমনকি প্রতিপক্ষকে পড়তে পারার ক্ষমতা দারুণ সাকিবের। সে এসব ক্রিকেটারের (বিশ্বকাপে যাদের বিপরীতে খেলতে হবে) সামনে অসংখ্যবার খেলেছে। তাই আমরা যা চাই সেটার খুব কাছাকাছি। আমরা এটাও জানি তাঁরা কখন কি পারবে বা পারবে না। আমরা ক্রমশ কাছাকাছি আসছি।' 


গত কয়েকমাসে ওয়ানডে দলে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি খেলেছেন মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, ফজলে মাহমুদ রাব্বির মতো ক্রিকেটাররা।  


এই বিষয়ে রোডসের মন্তব্য; 'ওয়ানডেতে আমাদের মানসম্পন্ন একটি স্কোয়াড আছে। অনেককেই আমরা খেলিয়েছি কেননা সাদা বলের ক্রিকেটার দরকার আমাদের। 


'ধরেন বিশ্বকাপের দলে যদি কেউ জায়গা না পায়, তাহলে আমরা যেন বদলি ক্রিকেটার দলে ভেড়াতে পারি। তাই আমাদের চারপাশে যেসব ক্রিকেটার আছে, সবার খেলা বোঝা উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball