promotional_ad

প্রথম টি-টুয়েন্টির আগে সিলেটের ফ্লাডলাইটে সমস্যা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সূচি অনুযায়ী বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বিকাল ৪ টায়। তবে গত পরশু হুট করে ম্যাচের সময় এগিয়ে নিয়ে আসা হয় দুপুর ২ টায়।


এবার, আবারও সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দলের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২ টায়।


promotional_ad

মূলত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের চারটি ফ্লাডলাইটের মধ্যে একটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বিসিবি কোনো ঝুঁকি না নেয়ার জন্যই ম্যাচের সময় এগিয়ে এনেছে। সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও সিলেটের শীর্ষ ক্রীড়াসংগঠক শফিউল আলম চৌধুরী।


‘ফ্লাড লাইটের একটা টাওয়ারে একটু কারিগরি ত্রুটি আছে। সেটি ঠিক করতে হাতে এক দিন সময় আছে আমাদের। তবুও আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।'


এই মাঠে ফ্লাডলাইটের সমস্যার কারণে খেলা বন্ধ থাকার নজির আছে বেশ কয়েকটি। এর মধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০১৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে কারিগরি ত্রুটির কারণে ম্যাচ চলার সময় হঠাৎ ফ্লাডলাইট বন্ধ হয়ে গিয়েছিল।


এই কারণে খেলা বন্ধ ছিল ৩-৪ মিনিট। সেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ না পেতেই আয়োজকরা এই ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball