সৌম্য যেকোনো পজিশনে খেলতে পারেঃ রোডস

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কয়েকমাস আগে শেষ হওয়া এশিয়া কাপ থেকে সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজ পর্যন্ত ব্যাটিং অর্ডারে বেশ পরিবর্তন দেখা গিয়েছে বাংলাদেশ দলে। সৌম্য সরকার এশিয়া কাপ ও উইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে মিডল অর্ডারে খেললেও তৃতীয় ম্যাচে খেলেছেন তিন নম্বরে।
৮০ রানের ইনিংস খেলে সাফল্যও পেয়েছেন। সৌম্য সরকারের উপযুক্ত ব্যাটিং পজিশন কোনটি? জানতে চাওয়া হলে টাইগারদের কোচ স্টিভ রোডস সিলেটে সাংবাদিকদের জানান,

'সৌম্য বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছে আমাদের হয়ে। সে দেখিয়ে দিয়েছে যে সে যেকোনো জায়গায় খেলতে পারে। সে সব পারে। বোলিং, ফিল্ডিং বা যেকোনো জায়গায় নেমে ব্যাটিং। সে দুর্দান্ত ক্রিকেটার অবশ্যই।'
স্টিভের মতে ওপেনারদের যেকোনো পজিশনে ব্যাট করতে পারার সহজাত ক্ষমতা থাকা উচিত। তাহলে তাঁদের এই প্রতিভা দলের উপকারে আসে। তাঁর যুক্তি,
'তাঁদের ওপেনিংয়ে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মানুষজন তকমা দিতে পছন্দ করে, যা উচিত নয়। তাঁরা ব্যাটসম্যান, কখনও ওপেন করবে, আবার করবে না।
'তাঁরা মানসম্পন্ন ব্যাটসম্যান এবং যেকোনো পজিশনে খেলতে পারে। চার বা পাঁচ নম্বর থেকে ওপেনে গিয়ে ব্যাট করা কঠিন, কিন্তু ওপেন যে করতে পারে সে সব জায়গায় ব্যাট করতে পারে।'
এছাড়া ইমরুল কায়েসের বেলায় একই যুক্তি উপস্থাপন করেছেন টাইগার কোচ। 'ইমরুলও ওপেনার। সে কিন্তু এশিয়া কাপে সাত নম্বরে খেলেছে এবং সত্তরের মতো রান করেছে। বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে পারা ক্রিকেটারদের আমার বেশ পছন্দ। এই ধারণাটাও দারুণ।'