উইন্ডিজকে আবারও ওয়ানডে সিরিজ হারানো স্পেশালঃ রোডস

ছবি: স্টিভ রোডস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন আগেই উইন্ডিজকে তাদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।
এই সিরিজ জয় বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের কাছে বিশেষ কিছু। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারার পর কিছুটা হতাশ ছিলেন টাইগার কোচ। তবে শেষ ম্যাচে টাইগাররা যেভাবে খেলেছে তাতে মুগ্ধ তিনি।

'তাদের আবারও ওয়ানডে সিরিজে হারানো খুব স্পেশাল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিততে না পারায় আমরা হতাশ ছিলাম এবং এটা নিয়ে কিছু সময় উদ্বিগ্ন ছিলাম। কিন্তু গতকাল দুর্দান্ত খেলা হয়েছে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে।'
সিরিজ জয়ের পরও বাংলাদেশের এই কোচ মনে করেন এখনও বেশ কিছু ক্ষেত্রে তাঁর দলের উন্নতির সুযোগ রয়েছে। তবে, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তামিম, লিটন ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছেন তার প্রশংসা করেছেন তিনি।
'আমাদের এখনও এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আমরা আরও ভালো করতে পারি। তারা মাঠে যেমন খেলেছে, এটা উৎসাহজনক ছিল। যেভাবে বোলিং করেছে এবং যেভাবে তামিম, সৌম্য আর লিটন লক্ষ্য তাড়া করেছে এটা দারুণ একটি প্রচেষ্টা তাদের কাছ থেকে।'
আগামী বছরের মাঝামাঝি ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের আসর। সব দলই বিশ্বকাপে ভালো করতে আশাবাদী। রোডস মনে করেন বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে ভালো করতে হলে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। উইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয় বিশ্বকাপেও আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস টাইগার কোচের।
'আমরা সঠিক পথেই পরিচালিত হচ্ছি। বিশ্বকাপ অতি নিকটে। সব দলই ভালো করবে বলে আশা করছে। কিন্তু আমাদের ফর্মটা ধরে রাখতে হবে। উইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারানো আমাদের আত্মবিশ্বাস যোগাতে সহায়তা করবে এবং আমরা জানি যে আমরা ভালো কিছু দলকে পরাজিত করতে পারি।'