নাটকীয় ফাইনালে জয়ী শ্রীলংকা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে মাত্র তিন রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপ ২০১৮ সালের শিরোপা জিতল স্বাগতিক শ্রীলংকা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭০ রান করে। জবাবে ৫০ ওভার শেষে নয় উইকেটে ২৬৭ রানে থামে ভারত।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারতের অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা। ৮৩ রানেই ৫ উইকেট হারায় তাঁরা।

এরপরে হাল ধরেন নিতিশ রানা এবং ভারতের অধিনায়ক জায়ান্ত যাদব। নিতিশ ৪০ রানে ফিরে গেলেও শামস মুলানিকে নিয়ে রান বাড়াতে থাকেন যাদব।
রানার সঙ্গে ৪৪ এবং মুলানির সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন অধিনায়ক যাদব। মুলানি করেন ৪৬ রান। অধিনায়ক করেন পাঁচটি চারে ৭১ রান। শেষদিকে ১৫ বলে ২৮ রানের ক্যামিও খেলেন অতীত শেঠ।
শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ২০ রান। কামিন্দু মেন্ডিসের সেই ওভারে ১৬ রান নিয়েছেন শেঠ। কিন্তু লাভ হয়নি, জয় থেকে তিন রান দূরেই থামতে হয় ভারতকে। শ্রীলংকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন আসিলা গুনারত্নে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে সাদুন উইয়ারাকুদিকে (৪) হারালেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস।
এছাড়া হাসিথা বয়াগোদা ৫৪, শিহান জয়সুরিয়া ৪৬ ও শেষের দিকে নেমে ওয়ানিন্দা হাসরাঙ্গা করেন ৩১* রান। আভিস্কা ফারনান্দোর ব্যাট থেকেও আসে ২৯ রান। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন অঙ্কিত রাজপুত।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকাঃ ২৭০/৭ (৫০ ওভার)
(গুনারত্নে ৬১, বয়াগোদা ৫৪, জয়সুরিয়া ৪৬; রাজপুত ২/৬১)
ভারতঃ ২৬৭/৯ (৫০ ওভার)
(যাদব ৭১, মুলানি ৪৬, রানা ৪০; গুনারত্নে ৩/৩৮)