টি-টুয়েন্টিতে মাশরাফির শূন্যতা অনুভব করবে বাংলাদেশ?

ছবি: বাংলাদেশ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুই ম্যাচ টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী উইন্ডিজ। এবার টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামছে দলটি।
সাকিব আল হাসানের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতার পর, মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এবার টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে আবারও নেতৃত্ব দেবেন সাকিব।

গত বছরই টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি। ফলে তাকে ছাড়াই টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে মাশরাফির শূন্যতা অনুভব করবে বাংলাদেশ? এই প্রসঙ্গে উইন্ডিজ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ সম্প্রতি জানিয়েছেন মাশরাফির থাকা না থাকা নিয়ে ভাবছেন না তারা।
'আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আমাদের নিজেদের মতো খেলতে হবে এবং আমাদের সামর্থ্য মনে রাখতে হবে। আমরা আশা করি এটা করতে পারবো এবং নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবো। তাহলে আমরা যেকোনো দলের বিপক্ষে জিততে পারবো।'
তবে যেকোনো দলের অধিনায়কের পরিবর্তন বড় একটি প্রভাব বিস্তার করে বলে বিশ্বাস সাবেক এই পাকিস্তানি লেগ স্পিনারের। ভালো একজন নেতা থাকা দলের জন্য বাড়তি সুবিধা বলে মনে করেন তিনি।
'এটা হতে পারে। কারণ নেতারা অনেক বড় পার্থক্য তৈরি করে। একজন ভালো নেতা একটা দলকে ভালো ভাবে ধরে রাখতে পারে। যখন আপনার কোনও ভাল নেতা থাকে এবং সে একটি দলকে ভালভাবে ধরে রাখে, তখন এটি সর্বদা একটি সুবিধা।'
বাংলাদেশের অবশ্য নেতৃত্ব নিয়ে খুব বেশি চিন্তা করার কারণও নেই। কারণ, সাকিবের অধীনেই যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়েছিল বাংলাদেশ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে বাংলাদেশ।