promotional_ad

সবাই ইমরান খান নয়ঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের সাথে তুলনায় যেতে চান না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে যোগ দিয়ে নিজের প্রচেষ্টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইমরান। একজন ক্রিকেটার হিসেবে এই সাফল্যে নাম লেখানো আর কারো পক্ষেই সম্ভপর হবে না বলে বিশ্বাস করেন সদ্য রাজনীতিতে নাম লেখানো মাশরাফি।


আর তাই ইমরান প্রসঙ্গে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস বলেছেন, 'সত্যি কথা বলতে, ইমরান খান যেখানে পৌঁছেছেন, সব মানুষ সর্বদা সেখানে চাইলেও পৌঁছুতে পারে না।'



promotional_ad

দেশ এবং দশের জন্য কিছু করার ইচ্ছা থেকেই মূলত রাজনীতিতে আগমন মাশরাফি। নির্বাচনে জিততে পারলে ক্রিকেটের জন্যও অনেক কিছু করবেন বলে উল্লেখ করেছেন তিনি। মাশরাফির ভাষ্যমতে, 


'আমার খেলাটির জন্য কিছু করার ইচ্ছা রয়েছে.....যেহেতু আমি একজন খেলোয়াড় আমার ইচ্ছা এখানে সীমাবদ্ধ। আমি আমার জাতির জন্য কাজ করবো যেন ভালো কিছু এনে দিতে পারি।' 


আওয়ামীলীগ সরকারের হয়ে নির্বাচনে দাঁড়ালেও বাকি দলগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে মাশরাফির। প্রতিটি মানুষের নিজস্ব অধিকার রয়েছে নিজ নিজ দলকে সমর্থন করার বলে বিশ্বাস করেন তিনি। নড়াইল ২ আসন থেকে নির্বাচনে দাঁড়ানো টাইগার অধিনায়ক বলেন, 


'আমি আমার অবস্থান থেকে শুধু বলতে পারি যে ভিন্ন ভিন্ন পার্টির মানুষ এবং ভিন্ন মতবাদে বিশ্বাসীদের প্রতি আমার কোনো অসম্মান নেই। আমি এটি বলছি কারণ প্রত্যেক মানুষের অধিকার আছে তাঁদের পছন্দের দলকে সমর্থন করার। আমি শুধুমাত্র প্রতিপক্ষকে সম্মান করতে পারি ভেতর থেকে, যেটি আমি আসলেই করে থাকি।'



দেশ এবং মানুষের কল্যাণে তরুণ সমাজকেও রাজনীতিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি। প্রত্যেক রাজনীতিবিদকে যথেষ্ট ভালো মানুষ হিসেবে আবির্ভূত হবে উল্লেখ করে তাঁর বক্তব্য, 


'রাজনীতিবিদদের কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানুষ হওয়া প্রয়োজন। আমি বলছি না যে এরই মধ্যে তাঁদের একজন হয়ে গিয়েছি আমি। তরুণরা আমাদের সামাজিক অধপতন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আমি মনে করি তাঁদেরও উচিৎ রাজনীতিতে যোগ দেয়া।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball