ভারতের দেয়াল কোহলি-রাহানে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পার্থ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি এবং সহ-অধিনায়ক আজিঙ্কে রাহানে। দুজনের আলো ছড়ানো ব্যাটিংয়ে দিন শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৭২ রান। তৃতীয় দিন স্বাগতিকদের চেয়ে ১৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে সফরকারীরা।
এর আগে দ্বিতীয় দিন ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। দেখে শুনেই প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ভারতের বোলারদের বিপক্ষে খেলতে থাকেন অধিনায়ক টিম পেইন। দুজনের ব্যাটে দলীয় ৩০০ রানের পুঁজিও পায় অস্ট্রেলিয়া।
দুজন মিলে পঞ্চাশ রানের জুটি গড়েন। কিন্তু এই দুই ব্যাটসম্যানের ৫৯ রানের জুটি ভাঙ্গেন উমেশ যাদব। কামিন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার। পরের ওভারে অধিনায়ক পেইনকে ৩৮ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন বুমরাহ। বোলিংয়ে এসে পর পর দুই বলে স্টার্ক এবং হ্যাজেলউডকে বিদায় করেন ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩২৬ রানে। ইশান্ত একাই নেন ৪ উইকেট।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের বোলিং তোপের মুখে পরেন ওপেনার লোকেশ রাহুল এবং মুরলি বিজয়। ১২ বলে ০ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে বিদায় নেন বিজয়, খানিক পর দলীয় ৮ রানে রাহুলের স্ট্যাম্প ভেঙ্গে দেন হ্যাজেলউড।

দুই উইকেট হারিয়ে ভারত চাপে পরলেও সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক কোহলি এবং আগের ম্যাচের সেরা পারফর্মার চেতেশ্বর পুজারা। একপ্রান্তে পুজারা দেখে শুনে খেললেও কোহলি শুরুতে হাত খুলেই খেলেছেন।
জশ হ্যাজেলউডের এক ওভারে তিন বাউন্ডারি হাঁকিয়ে ভারতের উপর থেকে চাপ কমিয়ে আনেন তিনি। অবশ্য খানিকটা ধীরগতীতেই ব্যাটিং করেছেন এই অধিনায়ক।এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ২ উইকেটে ৭০ রান নিয়ে চা বিরতিতে যায় ভারত।
চা বিরতি শেষে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে বিদায় নেন পুজারা। পুজারা ফিরলেও রাহানেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কোহলি। ৪ বাউন্ডারির সাহায্যে ১০৯ বলে কোহলি তুলে নেন ফিফটি।
অপরপ্রান্তে থাকা রাহানেও অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে সাহসী ব্যাটিং করে ৯২ বলে তুলে নেন ৫০। দুইজনের ব্যাটিং দৃঢ়তায় আর কোন উইকেট না হারিয়ে ১৭২ রান নিয়ে দিন শেষ করে ভারত। রাহানে ৫১ এবং কোহলি ৮২ রানে অপরজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।
স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ৩২৬ অল আউট (১০৮.৩ ওভার) (মার্কাস হ্যারিস ৭০), (ইশান্ত ৪১/৪)
ভারতঃ ১৭২/৩ (৬৯ ওভার) (কোহলি ৮২* রাহানে ৫১*), (স্টার্ক ৪২/২)