promotional_ad

শীর্ষে মিরাজ, দ্বিতীয়তে মাশরাফি

মিরাজ ও মাশরাফি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৬ উইকেট শিকার করেছেন টাইগার অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। মাত্র ৩.৩৭ ইকোনমিতে বোলিং করা মিরাজ শীর্ষ উইকেট শিকারি হিসেবেই সিরিজ শেষ করেছেন। 


পুরো সিরিজে মোট ২৯ ওভার বোলিং করেছেন তিনি। যেখানে তাঁকে রান গুনতে হয়েছে সর্বমোট ৯৮। সিলেটে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। সিরিজে এটাই ছিলো তাঁর সেরা বোলিং ফিগার। 



promotional_ad

মিরাজের পরের দুটি স্থানও বাংলাদেশিদের দখলে। তিন ম্যাচে মিরাজের সমান ৬ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মূলত ইকোনমি রেট এবং রান খরচার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকায় শীর্ষে উঠতে পারেননি তিনি।


সিরিজে ২৯ ওভার বোলিং করে ১১৬ রান খরচ করেছেন নড়াইল এক্সপ্রেস। যেখানে তাঁর ইকোনমি ছিলো ৪। আর সেরা বোলিং ফিগার পেয়েছিলেন প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে ৩০ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। হয়েছিলেন ম্যাচ সেরাও।  


এরপর ৫ উইকেট নিয়ে তৃতীয়তে অবস্থান আরেক পেস তারকা মুস্তাফিজুর রহমানের। প্রথম ওয়ানডেতে ৩৫ রানে ৩ উইকেট নেয়া ফিজ সিরিজে বোলিং করেছেন ৪.৩৬ ইকোনমি রেটে। আর মোট ৩০ ওভার হাত ঘুরিয়ে রান গুনেছেন ১৩১।



চতুর্থ এবং পঞ্চম স্থানটি অবশ্য ক্যারিবিয়ানদের। টাইগার ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো পেসার ওশানে থমাস ২টি ম্যাচে ৪ উইকেট নিয়ে চতুর্থতে অবস্থান করছেন। ১৫ ওভার বোলিং করে ৮৮ রান খরচ করা এই পেসারের ইকোনমি রেট ৫.৮৬ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ রানে ৩ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। 


৩টি ম্যাচে ৪ উইকেট শিকার করা আরেক ক্যারিবিয়ান পেসার কিমো পল আছেন পঞ্চমে। ২০ বছর বয়সী এই বোলার শেষ ওয়ানডেতে ৩৮ রানে ২ উইকেট নিয়েছিলেন। সিরিজে ২৫ ওভারে ১৪৩ রান খরচ করতে হয়েছে তাঁকে। যেখানে পলের বোলিং ইকোনমি রেট ছিলো ৫.৭২।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball