এবার চার দিনের টেস্টে অস্ট্রেলিয়াও?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির সবুজ সঙ্কেত পাওয়ার পর গত বছরই প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট আয়োজন করেছিলো দক্ষিণ আফ্রিকা। এবার একই পথে হাটতে যাচ্ছে অস্ট্রেলিয়াও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টস এরই মধ্যে জানিয়েছেন চার দিনের টেস্টের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তাঁরা। পাঁচ দিনের টেস্ট সর্বদা গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। শনিবার এক সাক্ষাৎকারে রবার্টস বলেছেন,

'আমরা জানি এর আগে তিন দিনের টেস্টও ছিলো। সুতরাং টেস্ট ক্রিকেট সবসময় পাঁচ দিনের হবে না এবং আমি মনে করি চার দিনের এই ধারণাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। টেস্ট ক্রিকেটকে চারদিনের করাটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।'
২০২০ সালের নভেম্বরে আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর এই টেস্ট সিরিজটি চার দিনের ফরম্যাটে আয়োজন করার ব্যাপারে চিন্তাভাবনা করছে সিএ। এই প্রসঙ্গে রবার্টস বলেছেন,
'টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে এটি একটি বড় সুযোগ। ২০২১ সালে অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ দিনের টেস্ট খেলা হবে। সুতরাং এটি পরিবর্তন হচ্ছে না, তবে এরপরেও অন্য কিছু ক্ষেত্রে বিবেচনার সুযোগ থাকছে। আমার মতে আমাদের এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত হওয়া উচিৎ।'
উল্লেখ্য ২০১৯ বিশ্বকাপের পর টেস্টের শীর্ষ নয় দলকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টটির সব ম্যাচ পাঁচ দিনের হলেও ২০১৯ সাল পর্যন্ত চার দিনের টেস্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি প্রত্যেক দলকে দিয়েছে আইসিসি। সেই পরিকল্পনা অনুযায়ীই চার দিনের টেস্ট খেলার পরিকল্পনা সাজাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।