শাই হোপের ধারে কাছে নেই কেউ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্যই শেষ হলো বাংলাদেশ এবং উইন্ডিজদের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ শেষে ব্যাট হাতে সেরা রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ক্যারিবিয়ান ওপেনার শাই হোপ।
পুরো সিরিজ জুড়েই দারুণ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলা যায় হোপের কাছেই সবথেকে বেশি ভুগতে হয়েছে টাইগার বোলারদের। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মোট ২৯৭ রান। যেখানে ব্যাটিং গড়ও ২৯৭। হাঁকিয়েছেন ২টি শতক। সিরিজে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ১৪৬ রানের।

হোপের পরের স্থানে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে উইন্ডিজ ওপেনারের থেকে রান সংখ্যার দিক থেকে বেশ পিছিয়েই আছেন তিনি। ৩ ম্যাচে ৭১.৫০ গড়ে ১৪৩ রান সংগ্রহ করেছেন তিনি। ২টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি সিরিজটিতে। যেখানে ৮২ রানের ইনিংসটি ছিলো তাঁর সর্বোচ্চ।
এরপরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। ১৩৩ গড়ে ১৩৩ রান সংগ্রহ করা মুশফিক সিরিজে হাঁকিয়েছেন ২টি অর্ধশতক। দ্বিতীয় ওয়ানডেতে ৬২ রানের ইনিংসটি ছিলো তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।
এদিকে শেষ ম্যাচে ৮০ রানের ঝলমলে একটি ইনিংস উপহার দেয়া সৌম্য সরকার মোট সংগ্রহ করেছেন ৩৫ গড়ে ১০৫ রান। বাকি দুই ম্যাচে অর্ধশতক ছিলো না তাঁর।
অপরদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও খুব একটা খারাপ পারফর্মেন্স করেননি সিরিজ। তিন ম্যাচে ৪৭.৫০ গড়ে ৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে শেষ ম্যাচটিতে ব্যাটিংয়ে নামারই সুযোগ হয়নি তাঁর। সাকিবের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৬৫ রানের।