কোচের পদে কারস্টেনের আবেদন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ভারতের নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পেতে আগ্রহী। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই কোচ এরই মধ্যে নারী দলের দায়িত্ব নিতে আবেদন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে।
এরই মধ্যে কারস্টেনের আবেদন করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রমতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই প্রসঙ্গে, 'হ্যাঁ, গ্যারি এই চাকরির জন্য আবেদন করেছে।'

অবশ্য শুধু কারস্টেনই নন, আবেদনকৃত কোচের তালিকায় আরও আছেন সাবেক ক্রিকেটার অতুল বেদাদি, ডেভিড জনসন, মনোজ প্রভাকর, ডেভ হোয়াটমোর, হার্শেল গিবস, ওয়াইশ শাহ, দিমিত্রি মাসকারেনহাসরা।
কোচ হিসেবে অনেক আগে থেকেই ক্রিকেট বিশ্বে জনপ্রিয় গ্যারি কারস্টেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বাংলাদেশ দলের ক্রিকেট পরামর্শক হিসেবেও কয়েকদিন আগে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন প্রোটিয়া ব্যাটসম্যান কারস্টেন। ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে তাঁর সর্বমোট শতকের সংখ্যা ৩৪টি।
সুত্র- টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস