promotional_ad

সিরিজ জয়ের অন্তরালে আঁটসাঁট বোলিং

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে সিরিজ জুড়ে সাকিব, মিরাজ, মাশরাফি, মুস্তাফিজের আঁটসাঁট বোলিংয়ে উইন্ডিজ দলকে নাগালের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের পেছনে বোলারদের ভূমিকাকেই বড় করে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


বিশেষ করে, দলের দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। সিরিজের বাকি ম্যাচগুলর তুলনায় সিরিজ নির্ধারণী ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ-সাকিব। বোলিংয়ের কোটা পূরণ করেছেন ডানহাতি স্পিনার মিরাজ, ২৯ রান দিয়ে নিয়েছেন চার উইকেট! স্বল্প ইকোনমিতে বোলিং করে পুরো সিরিজে নিয়েছেন মোট ছয় উইকেট। 



promotional_ad

সাকিবও ছিলেন অসাধারণ, ৯ ওভারের স্পেলে দুই উইকেট নিয়েছেন, খরচ করেছেন ৪০ রান। তিন ম্যাচের সিরিজে তাঁর উইকেট সংখ্যা তিনটি, কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করে দুর্দান্ত ছিলেন তিনি। পাশাপাশি পেসার মাশরাফি নিজেও ছিলেন বল হাতে চোখ জুড়ানো। 


'তিনটি ম্যাচেই বোলাররা ভালো বোলিং করেছে। বিশেষ করে স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে। সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে,' সিলেটে ম্যাচ শেষে বলেছিলেন অধিনায়ক মাশরাফি।


দলের ক্রিকেটারদের এই ধারাবাহিকতা টি-টুয়েন্টি সিরিজেও বজায় থাকবে, বিশ্বাস করছেন করছেন মাশরাফি। তবে সীমিত ওভারের এই ফরম্যাটে অনেক শক্তিশালী উইন্ডিজ দল এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও তাঁরা। তাই তাঁদেরকে ছোট করে দেখছেন না মাশরাফি।



'আমি মনে করি আমরা টি-টুয়েন্টি সিরিজেও ভালো করবো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং তাঁরা টি-টুয়েন্টি ফরম্যাটে অনেক ভাল,' যোগ করেছেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball