মিরাজের 'বানি' হেটমায়ার, কৃতিত্ব মুশফিকের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট সিরিজে চার ইনিংসেই শিমরণ হেটমায়ারকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এরপরে প্রথম ওয়ানডেতেও মিরাজের শিকারে পরিণত হন হেটমায়ার।
দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য রুবেল হোসেনের শিকারে পরিণত হয়েছিলেন তিনি। কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবারও মিরাজের শিকারে পরিণত হন হেটমায়ার।

এদিনে শুন্য রানেই বিদায় নেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশ সফরে সাতবারের ছয়বারই মিরাজের শিকার হেটমায়ার। শেষ ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার নেওয়া মিরাজ এদিনে হেটমায়ারের উইকেটের কৃতিত্ব দিয়েছেন দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে।
পুরস্কার বিতরণীতে মিরাজ জানান, 'হেটমায়ার আসার পড়ে মুশফিক ভাই মাশরাফি ভাইকে বলেছেন আমি যেন বল করি। ধন্যবাদ মুশফিক ভাইকে।'
ম্যাচে দশ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন মিরাজ। নিজের বোলিং নিয়ে কথা বলার সময় জানিয়েছেন,
'বোলিং নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। কেননা এই উইকেটে বল হালকা টার্ন করছিলো। আমাদের দলের বাকী সবাইকে ধন্যবাদ।'