promotional_ad

উইন্ডিজ ক্যাম্পে দুঃসংবাদ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একের পর এক দুঃসংবাদ আসছে উইন্ডিজ ক্যাম্প থেকে। ফাস্ট বোলার ওশান থমাসের পর ইনজুরিতে পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান শাই হোপ ও ফাস্ট বোলার কিমার রোচ। সিলেটে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েছেন এই দুই ক্রিকেটার।


পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো হোপ ইনিংসের ৫০তম ওভারে সাইফউদ্দিনের বলে পুল শট খেলতে গিয়ে হেলমেটে আঘাত পান। দুই বল পরেই ফিজিওকে মাঠে আসতে হয়। 



promotional_ad

আঘাত পাওয়ার পরও ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান হোপ এবং ১০৮ রানে অপরাজিত থাকেন।


পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় হোপকে মাঠে দেখা যায় নি। তাঁর বদলী হিসেবে উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করেছেন শিমরণ হেটমায়ার। 


অন্য দিকে ফাস্ট বোলার কিমার রোচ বাংলাদেশ ইনিংসে তিন ওভার বল করেই মাঠ ছেড়েছেন। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তাঁর ইনজুরির অবস্থা বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে। 



রোচ উইন্ডিজ টি-টুয়েন্টি দলের সদস্য নন। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার কথা তাঁর। অন্যদিকে শাই হোপ উইন্ডিজ টি-টুয়েন্টি দলের অন্যতম সদস্য। 


বাংলাদেশের বিপক্ষে ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে খেলার কথা তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball