উইন্ডিজ ক্যাম্পে দুঃসংবাদ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
একের পর এক দুঃসংবাদ আসছে উইন্ডিজ ক্যাম্প থেকে। ফাস্ট বোলার ওশান থমাসের পর ইনজুরিতে পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান শাই হোপ ও ফাস্ট বোলার কিমার রোচ। সিলেটে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েছেন এই দুই ক্রিকেটার।
পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো হোপ ইনিংসের ৫০তম ওভারে সাইফউদ্দিনের বলে পুল শট খেলতে গিয়ে হেলমেটে আঘাত পান। দুই বল পরেই ফিজিওকে মাঠে আসতে হয়।

আঘাত পাওয়ার পরও ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান হোপ এবং ১০৮ রানে অপরাজিত থাকেন।
পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় হোপকে মাঠে দেখা যায় নি। তাঁর বদলী হিসেবে উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করেছেন শিমরণ হেটমায়ার।
অন্য দিকে ফাস্ট বোলার কিমার রোচ বাংলাদেশ ইনিংসে তিন ওভার বল করেই মাঠ ছেড়েছেন। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তাঁর ইনজুরির অবস্থা বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোচ উইন্ডিজ টি-টুয়েন্টি দলের সদস্য নন। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার কথা তাঁর। অন্যদিকে শাই হোপ উইন্ডিজ টি-টুয়েন্টি দলের অন্যতম সদস্য।
বাংলাদেশের বিপক্ষে ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে খেলার কথা তাঁর।