ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে সিরিজ টাইগারদের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ (২-১ ব্যবধানে ) জিতল টাইগাররা। শুরুতে মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানদের দুর্দান্ত বোলিং ও পরবর্তীতে তামিম ইকবাল, সৌম্য সরকারের ব্যাটে ভর করে আট উইকেটের বড় জয় নিশ্চিত করেছে তাঁরা।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে শুনেই ইনিংসের শুরু করেন দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল। প্রথম দশ ওভারে সাড়ে চার রান রেটে স্কোরবোর্ডে রান যোগ করেন তাঁরা।
১১তম ওভারে কিমো পলের প্রথম বলে লাইনের বিপরিতে খেলতে গিয়ে মিড অন অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন লিটন। ২৩ রান করে ফিরেন তিনি।
লিটন ফিরলেও সৌম্যকে সঙ্গে নিয়ে হাল ধরেন তামিম। দুজন দেখে শুনে জুটি গড়ে দলকে একশ রানের পুঁজি এনে দেন।
একইসাথে তামিম তুলে নেন চলতি সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি। থেমে থাকেননি সৌম্যও। ৬২ বলে তিনটি চার ও দুটি ছয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন সৌম্য সরকার।
ফিফটি করে আরও বিধ্বংসী হয়ে ওঠেন সৌম্য। কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ৮১ বলে পাঁচটি চার ও পাঁচটি বিশাল ছক্কায় ৮০ রান করে কিমো পলের বলে বোল্ড হয়ে ফিরেন সৌম্য।
যাওয়ার আগে তামিমের সঙ্গে গড়েন ১৩১ রানের জুটি। বাকী সময়ে দলকে আর কোন বিপদে পড়তে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ৩৮.৩ ওভারে দলকে জয় এনে দেন তাঁরা।

১০৪ বলে নয়টি চারে তামিম অপরাজিত থাকেন ৮১ রানে। সঙ্গী মুশফিক করেন ১৪ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৬* রান। এর আগে বাংলাদেশকে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী উইন্ডিজ দল।
এদিন প্রথমে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। শুরু থেকে মিরাজের স্পিনে ভুগতে থাকে উইন্ডিজ।
দলীয় ১৫ রানে হারায় ওপেনার হেমরাজকে (৯)। দশ রানের বেশি করতে পারেননি ড্যারেন ব্রাভো। এরপরে মারলন স্যামুয়েলসকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টায় ছিলেন হোপ।
মোহাম্মদ সাইফুদ্দিনের বলে স্যামুয়েলস ফিরেছেন ১৯ রানে। এরপরে শুন্য রানে ফিরেছেন শিমরণ হেটমায়ার। মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন তিনি। রভম্যান পাওয়েলকেও ফিরিয়েছেন মিরাজ।
১০ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেছেন তিনি। উইন্ডিজের বাকী চারটি উইকেট সমান ভাগ (দুটি করে) করে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।
পুরো পঞ্চাশ ওভার পর্যন্ত উইকেটে থেকেও সঙ্গীর অভাবে দলকে ১৯৮ রানের বেশি এনে দিতে পারেননি হোপ। একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার।
শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩১ বলে নয়টি চার ও একটি ছক্কায় ১০৮ রান করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজ-১৯৮/৯ (৫০ ওভার)
(হোপ-১০৮*, স্যামুয়েলস ১৯; মিরাজ ৪/২৯)
বাংলাদেশ- ২০২/২ (৩৮.৩ ওভার)
(তামিম ৮১*, সৌম্য ৮০; পল ২/৩৮)