মমিনুল ১৯৪, উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচ ড্র

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলায় উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের ম্যাচটি প্রত্যাশিতভাবেই ড্র হয়েছে।


ম্যাচের চতুর্থ দিনে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যান মমিনুল হক। আগের দিন ৩২ রানে ব্যাটিং করা মমিনুল এদিনে নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ১৮তম শতকটি তুলে নিয়েছেন।


ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও মাত্র ছয় রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন মমিনুল। ১৯০ বলে ২৩টি চার ও তিনটি ছক্কায় ১৯৪ রান করে তানবির হায়দারের বলে ফিরেছেন তিনি।


মাহমুদুল হাসানের সঙ্গে ২০৭ রানের জুটি গড়েন তিনি। মাহমুদুল করেন ছয়টি চারে ৮৩ রান। এই দুজনের ব্যাটে চার উইকেটে ৩৬২ রান করে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল।


ম্যাচ জয়ের জন্য উত্তরাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ৪৫২ রান। নিশ্চিত ড্র'য়ের দিকে এগোতে থাকা ম্যাচটিতে ব্যাটিং করতে নেমে তুলনামূলক আগ্রাসী ব্যাটিং করেছে উত্তরাঞ্চল।


promotional_ad

তাইজুলের ব্যাটে উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ১৫ রানে ফিরলেও দিনের খেলা শেষ করেছেন জুনায়েদ সিদ্দিকি এবং ফরহাদ হোসেন। ১৬ ওভারে এক উইকেটে ১১৬ রান করে তাঁরা। 


জুনায়েদ করেন ৪৬ বলে সাতটি চারে ৫১* রান। ফরহাদ হোসেন ২৮ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫০ রান করেন। ম্যাচের শুরুতে টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল উত্তরাঞ্চল।


রনি ত???লুকদার এবং আশরাফুলের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৬ রান করে পূর্বাঞ্চল। পাঁচ উইকেট নেন সানজামুল ইসলাম। জবাবে নাঈম হাসানের সেঞ্চুরিতে ৩৭৭ রান করে উত্তরাঞ্চল।


এছাড়াও উত্তরাঞ্চলের হয়ে ধীমান ঘোষ ৬৮ ও ফরহাদ হোসেন ৬৪ রান করেন। পূর্বাঞ্চলের হয়ে আবু জায়েদ রাহী নিয়েছিলেন ছয়টি উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৬৬/১০ 


(রনি ১৮৫, আশরাফুল ১৩৬; সানজামুল ৫/১১৫)


উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৭৭/১০ 


(নাঈম ১০০, ধীমান ৬৮, ফরহাদ ৬৪; রাহি ৬/৭৪)


পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৬২/৪ (ডিক্লেয়ার)


(মমিনুল ১৯৪, মাহমুদুল ৮৩; সানজামুল ৩/১২২)
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১১৬/১ (লক্ষ্য ৪৫২ রান)
(জুনায়েদ ৫১*, ফরহাদ ৫০*; তাইজুল ১/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball