ভালো শুরুর পরেও বিপদে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা দারুণ ছিলো অজিদের। দুই ওপেনার মার্কাস হ্যারিস এবং অ্যারন ফিঞ্জ মিলে উদ্বোধনী জুটি গড়েছিলেন ১১২ রানের।
তবে এরপরেই ভাঙ্গন শুরু হয় অজিদের ব্যাটিং লাইন আপে। জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিঞ্চ সাজঘরে ফিরে গেলে ১৪৮ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে বিপদের মুখে পড়ে অস্ট্রেলিয়া।
এরপর অবশ্য শন মার্শ এবং ট্রাভিস হেডের ৮৪ রানের জুটিতে বিপদ কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলো তারা। কিন্তু ২৩২ রানের মাথায় মার্শকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভেঙ্গে দেন ভারতীয় স্পিনার হানুমা বিহারি।

আড়াইশ রানের কোটা পার করার পর পরই ফিরতে হয় হেডকেও। ফলে ২৫১ রানের মাথায় ৬ উইকেট খুইয়ে আবারো বিপদের মুখে পড়ে অজিরা। পরবর্তীতে অধিনায়ক টিম পেইন এবং টেল এন্ডার প্যাট কামিন্সের ব্যাটে ২৭৭ রানে দিন শেষ করতে সক্ষম হয় তারা। আগামীকাল পেইন এবং কামিন্স ব্যাট করতে নামবেন যথাক্রমে ১৬ এবং ১১ রান নিয়ে।
ভারতের পক্ষে আজ সবথেকে সফল বোলার ছিলেন হানুমা বিহারি এবং ইশান্ত শর্মা। ১৬ ওভার বোলিং করে ৩৫ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন পেসার ইশান্ত। অপরদিকে অফ স্পিনার বিহারি নিয়েছেন ৫৩ রানে ২ উইকেট। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং উমেশ যাদব।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৭৭/৬ (পেইন-১৬*, কামিন্স- ১১*; শর্মা- ২/৩৫, বিহারি- ২/৫৩)
টসঃ অস্ট্রেলিয়া