দক্ষিণাঞ্চলকে জেতালেন বিজয়

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল।
১৩৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল ওপেনার শাহরিয়ার নাফিসের (৬) উইকেট হারায় দলীয় ২৮ রানে। এরপরে দলীয় ৪২ রানে ফাজলে মাহমুদ রাব্বির (৩) উইকেট হারায় তাঁরা।
একপাশে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকেন এনামুল হক বিজয়। একসময় ব্যক্তিগত ফিফটি তুলে নেন তিনি। অল্প রান তাড়ায় বিজয়কে সঙ্গ দিতে পারেননি আল আমিনও (১৯)।
শেষে তুষার ইমরান??ে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। আটটি চারে ৮৬ রান করে অপরাজিত থাকেন বিজয়। তুষার করেন ১৫* রান। মধ্যাঞ্চলের হয়ে দুটি উইকেট নেন অধিনায়ক শুভাগত হোম।

এর আগে দিনের শুরুতে শুভাগতর ৭১ ও জাকের আলীর ৩১ রানের সৌজন্যে ২৬৯ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। এছাড়া আরাফাত সানি ২৪* ও মোশাররফ হোসেন করেন ১২ রান।
মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা এদিনে ধৈর্যশীলতার পরিচয় দিলেও ১৩৪ রানের বেশি লক্ষ্য নির্ধারণ করতে পারেনি তাঁরা। দক্ষিণাঞ্চলের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি এবং মেহেদি হাসান।
ম্যাচের শুরুতে দক্ষিণাঞ্চল টসে জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আল আমিন এবং মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬১ রানেই থামে মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তাইবুর।
এরপরে নিজেদের প্রথম ইনিংসে তুষার, বিজয়, রাব্বি ও রকিবুলের ফিফটিতে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। এরমধ্যে তুষার, বিজয় এবং রাব্বি- তিনজনই ফিরেছেন সত্তরের ঘরে। মধ্যাঞ্চলের হয়ে চারটি উইকেট নিয়েছিলেন আরাফাত সানি।
সংক্ষিপ্ত স্কোরঃ
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১/১০
(তাইবুর ৬৮, সাদমান ৬০; মেহেদি ৩/৫০, আল-আমিন ৩/৬৭)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৯৭/১০
(তুষার ৭৮, বিজয় ৭৭, রাব্বি ৭৪, রকিবুল ৬৫; সানি ৪/১২২, ইয়াসিন ২/৫৪)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৬৯/১০
(শুভাগত ৭১, তাইবুর ৩৩; কামরুল ৪/৫৯, মেহেদি ৪/৬৩)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৩৪/৩ (লক্ষ্য ১৩৪)
(বিজয় ৮৬; শুভাগত ২/২১)