মোসাদ্দেকে নজর রাখছেন নির্বাচকরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। হংকংয়ের বিপক্ষে দারুণ একটি শতক হাঁকানোর পর পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮৫ রানের ঝলমলে আরেকটি ইনিংস খেলেন তিনি। দারুণ এই পারফর্মেন্সের পরও অবশ্য উইন্ডিজদের বিপক্ষে টি টুয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি মোসাদ্দেক।
সদ্য ইমার্জিং কাপ থেকে ফিরে আসা এই ক্রিকেটারকে নিয়ে তাড়াহুড়া করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট বিধায় তাঁকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে সৈকতের প্রতি ঠিকই নজর রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। ১৪ সদস্যের টি টুয়েন্টি স্কোয়াড ঘোষণার পর ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন,
'আমরা মোসাদ্দেকের দিকে নজর রাখছি যেহেতু সে মাত্রই ইমার্জিং কাপে খেলে এসেছে। আমরা তাঁকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না।'

এদিকে এই দলটিতে থাকছেন না গত উইন্ডিজ সফরের টি টুয়েন্টি স্কোয়াডে পেসার আবু জায়েদ রাহিও। তবে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ খেলা মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফিদ্দুন।
মূলত ব্যাটিং অর্ডারের নিচের দিকে একজন ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনা থেকেই মিঠুনকে রাখা হয়েছে স্কোয়াডে বলে নিশ্চিত করেছেন নান্নু। এই প্রসঙ্গে তিনি বলেছেন,
'আমরা মিঠুনকে অন্তর্ভুক্ত করেছি কারণ আমাদের নিচের দিকে একজন ব্যাটসম্যান প্রয়োজন। ব্যাটিং অর্ডারের নিচের দিকে আমাদের একটি জায়গা খালি আছে, সুতরাং আমাদের সেটি পূরণ করতে হতো একজন ব্যাটসম্যান দ্বারা এবং সাম্প্রতিক সময়ে সে ব্যাট হাতে রানের মধ্যে আছে।'
এদিকে দলে একজন পেস বোলিং অলরাউন্ডার অন্তর্ভুক্ত করার চিন্তা থেকেই আবু জায়েদ রাহির বদলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে তাঁর ভাষ্য,
'আমরা সাইফুদ্দিনকে নিয়েছি কারণ টিম ম্যানেজমেন্ট চেয়েছে একজন পেসারের পরিবর্তে অলরাউন্ডারকে রাখতে। আর এই কারণেই সাইফুদ্দিনকে জায়গা দিতে বসতে হচ্ছে আবু জায়েদকে।'