promotional_ad

বাংলাদেশের বিপক্ষেই দলে ফিরছেন লুইস

এভিন লুইস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি টুয়েন্টি সিরিজের স্কোয়াডে ফিরেছেন হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস। ২৭ বছর বয়সী এই ওপেনার সর্বশেষ টি টুয়েন্টি খেলেছিলেন এই বাংলাদেশের বিপক্ষেই। 


গত অগাস্টে নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ভারত সফরে অনুপস্থিত থাকার পর এবার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লুইস।   


এদিকে ক্যারিবিয়ান এই ওপেনার ছাড়াও স্কোয়াডে আরও ফিরেছেন পেসার কেসরিক উইলিয়ামস এবং শেল্ডন কটরেল। এছাড়াও আছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং ওবেদ ম্যাককয় যারা ভারতের বিপক্ষে গত টি টুয়েন্টি সিরিজে থাকলেও ইনজুরির কারণে খেলেননি।  



promotional_ad

তবে আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং অফস্পিনার অ্যাশলে নার্স বর্তমানে ভুগছেন কাঁধ ও হাঁটুর ইনজুরিতে। ফলে স্কোয়াডে তাঁদের রাখেনি টিম ম্যানেজমেন্ট। উইন্ডিজদের ১৫ সদস্যের স্কোয়াডটিতে অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন কার্লোস ব্র্যাথওয়েট। 


উল্লেখ্য উইন্ডিজদের আগে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশও। ১৪ সদস্যের সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তবে ছিটকে পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত এবং আবু জায়েদ রাহি।


উইন্ডিজ স্কোয়াডঃ


কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শিরফানে রাদারফোর্ড, শেল্ডন কটরেল, ওশানে থমাস। 



বাংলাদেশ স্কোয়াডঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মো. মিঠুন, সাইফ উদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball