টি টুয়েন্টি সিরিজের দল ঘোষণা

ছবি: বাংলাদেশ দল, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই টি টুয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ সদস্যের এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে।
এদিকে এই স্কোয়াডে থাকছেন না সর্বশেষ টি টুয়েন্টি স্কোয়াডের লাইন আপে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত এবং আবু জায়েদ রাহি।

গত অগাস্টে উইন্ডিজদের বিপক্ষে টি টুয়েন্টি স্কোয়াডে ছিলেন এই দুই ক্রিকেটার। সৈকত এবং রাহির পাশাপাশি অনুপস্থিত থাকছেন সাব্বির রহমানও।
উইন্ডিজ সফরের টি টুয়েন্টি স্কোয়াডে থাকা সাব্বির বর্তমানে শৃঙ্খলা ইস্যুতে ছয় মাসের নিষেধাজ্ঞা ভোগ করছেন বিধায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হচ্ছে না তাঁর।
দলটিতে পেসারদের মধ্যে থাকছেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি। অপরদিকে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সাথে আরও থাকছেন নাজমুল ইসলাম অপু এবং মেহেদি হাসান মিরাজ।
উল্লেখ্য তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে উইন্ডিজদের বিপক্ষে ১৭ই ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২২শে ডিসেম্বর।
টি টুয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মো. মিঠুন, সাইফ উদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক।