বাদ পড়লেন ইমরুল, রুবেল

ছবি: ইমরুল ও রুবেল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে আজ তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়া ইমরুল কায়েসকে থাকতে হচ্ছে আজ একাদশের বাইরে। আর তাঁর পরিবর্তে সুযোগ দেয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
অপরদিকে পেসার রুবেল হোসেনের পরিবর্তে আজ খেলবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ওপেনিংয়ে যথারীতি বাকি দুই ম্যাচের মতো আজও খেলবেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাসকে।
দলের পেস আক্রমণভাগ সামলানোর দায়িত্বে অধিনায়ক মাশরাফির সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সাথে মেহেদি হাসান মিরাজ তো থাকছেনই।

অপরদিকে উইন্ডিজ দল আজ খেলতে নামছে একটি পরিবর্তন নিয়ে। পেসার ওশানে থমাসের পরিবর্তে একাদশে এসেছেন ফাবিয়ান অ্যালেন। গত ম্যাচে টাইগার শিবিরে আতঙ্ক সৃষ্টি করা থমাসের না থাকাটা অনেকটা স্বস্তিরই বৈকি। জানা গেছে পূর্ণ ফিট না থাকার কারণে আজ খেলা হচ্ছে না থমাসের।
উল্লেখ্য আজকের ম্যাচটি দিয়েই প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ
চন্দরপল হেমরাজ, শাই হোপ, (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, দেবেন্দ্র বিশু, কিমার রোচ।