সিলেটের 'অভিষেক' ওয়ানডেতে টস বিজয়ী বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যকার আজকের ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এর আগে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানডের কাছে ৪ উইকেটে হেরে গিয়েছিলো বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে দুই দলের কাছেই।

মুখোমুখিঃ
দ্বিতীয় ওয়ানডেটি সহ এখন পর্যন্ত মোট ৩৩টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং উইন্ডিজ। যেখানে ২১টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। সুতরাং আজ মাঠে নামার আগে এই পরিসংখ্যানটিও আত্মবিশ্বাস যোগাবে সফরকারীদের।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
উইন্ডিজ স্কোয়াডঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, সুনীল আমব্রিস, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), কিমো পল, কাইরন পাওয়েল, কিমার রোচ, মারলন স্যামুয়েলস, ওশানে থমাস।