নতুন কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট দল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে থিলান সামারাবিরার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। ৪৮ বছর বয়সী লুইস নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই লঙ্কানদের সাথে যোগ দিবেন।
লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে চুক্তি অনুযায়ী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ থাকবেন লুইস। এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভার প্রত্যাশা নতুন এই কোচের অধীনে ব্যাটসম্যানরা যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবে। সিলভা বলেছেন, .

'আমি বিশ্বাস করি তাঁর (লুইস) যে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে এর মাধ্যমে সে আমাদের ব্যাটিংয়ে প্রয়োজনীয় উদ্দীপনা সঞ্চার করবে, যেটার ধারাবাহিকতা প্রয়োজন।'
এর আগে ইংল্যান্ডের ডারহাম কাউন্টি ক্রিকেট দলের কোচ ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার লুইস। ২০১৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে তাঁর তত্ত্বাবধানে খেলেছিলো ডারহাম।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন এই ইংলিশ। ২০৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
যেখানে ব্যাট হাতে ৩১.৯২ গড়ে ১০৮২১ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ১৬টি শতক এবং ৬৬টি অর্ধশতক। এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ২৩৬টি ম্যাচ খেলে ৪৭৪৭ রান করেছিলেন লুইস। এখানে ১টি শতক সহ হাঁকিয়েছিলেন ২২টি অর্ধশতক।