promotional_ad

পার্থ টেস্টের আগে আলোচনায় সবুজ উইকেট

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গতি আর বাউন্সি উইকেটের জন্য বরাবরই সুপরিচিত পার্থ। কিন্তু এবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ওয়াকা গ্রাউন্ডে খেলা হচ্ছে না। ২০১৭ সালে গড়ে তোলা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নতুন 'ওপটাস' স্টেডিয়ামে খেলা হবে। ওয়াকা থেকে ওপটাস স্টেডিয়ামে ক্রিকেট সরিয়ে আনা হলেও পুরনো ওয়াকা উইকেটের চরিত্র হারাচ্ছে না। ওয়াকার মত ওপটাস স্টেডিয়ামের উইকেটও থাকছে সমান বাউন্স। এখন পর্যন্ত একটি মাত্র প্রথম শ্রেণীর ম্যাচ খেলা হয়েছে এই মাঠে। নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটির পরেই টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে প্রায় ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ওপটাস স্টেডিয়াম। বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে এই স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ভারত।


বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮.২০ মিনিটে মাঠে নামবে দুই দল। এদিকে স্বাগতিক দল হলেও নতুন স্টেডিয়ামের উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অজি অধিনায়ক টিম পেইনের। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও নতুন মাঠে এর আগে প্রথম শ্রেণীর কিংবা টেস্ট ম্যাচ খেলা হয় নি পেইনের। ম্যাচের আগের দিন জানান,


'এখানে অল্প কিছু ম্যাচ খেলা হয়েছে। তাই কন্ডিশন কিছুটা অপরিচিত। উইকেট কিছুটা সবুজ দেখাচ্ছে। আমার মনে হয় এখানে প্রথম দুইদিন খুব ভালো খেলা যাবে। তবে আমি বিশেষজ্ঞ নই, আমার ধারণা ভুল হতে পারে।'



promotional_ad

অপরদিকে এমন উইকেট মনে ধরেছে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। উইকেটে সবুজ ঘাস ও বাউন্স থাকবে, বিষয়টি সফরকারী দল হলেও দুই দলকে সমান কাতারে নামিয়ে আনবে বলে বিশ্বাস কোহলির। এমন উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরীক্ষা নেয়ার মত বোলার ভারতীয় ক্যাম্পে আছে। ম্যাচের আগের দিন তিনি জানান,


'আমরা চিন্তিত নই, তবে উইকেট দেখার পরে কিছুটা উত্তেজিত। আমাদের এমন একটি বোলিং লাইনআপ আছে যারা প্রতিপক্ষকে অলআউট করতে নিজেদের সেরা আক্রমণটাই করবে।'


অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ৪৫টি টেস্টের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়টিতে জয়ের দেখা পেয়েছে ভারত। ছয়টি জয়ের একটি এসেছে এই পার্থেই, ২০০৭-০৮ সালের অস্ট্রেলিয়া সফরে। গত ৭০ বছরে ১১টি সফরে মাত্র দুইটি সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে তাঁরা।


সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের দুশ্চিন্তা থাকছে একাদশ নিয়ে। কেননা দলের ব্যাটসম্যান রোহিত শর্মা ও অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন ইনজুরিতে পড়েছেন। রোহিতের বদলী হিসেবে হানুমা বিহারী সুযোগ পেতে যাচ্ছে। তবে উইকেটে সবুজ ঘাস থাকায় ভারত চার পেসার নিয়ে নামতে পারে, সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারকে একাদশে দেখা যাবে। 



অপরদিকে অস্ট্রেলিয়া এরইমাঝে নিজেদের একাদশ ঘোষণা করেছে। প্রথম ম্যাচের দল নিয়েই নামছে তাঁরা, অর্থাৎ এই ম্যাচেও জায়গা হয়নি মিচেল মার্শের। 


অস্ট্রেলিয়া একাদশঃ মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হ্যাজলউড।


ভারতের সম্ভাব্য একাদশঃ মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হানুমা বিহারী, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা/ ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball