তবুও থমাসকে নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিরিজের দুইটি ওয়ানডেতেই গুরুত্বপূর্ণ সময়ে টাইগারদের উইকেট শিকার করেছেন ক্যারিবিয়ান পেসার ওশানে থমাস। যদিও এই গতি তারকাকে খেলতে বেশি কষ্ট হচ্ছে না টাইগারদের।


কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে নিচ্ছেন ২১ বছর বয়সী এই পেসার। একারণে কিছুটা হলেও চিন্তায় আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিলেটে তৃতীয় ওয়ানডের আগে জানান,
 
'দুই দিনই ও ছয় ইকোনমিতে বোলিং করেছে। রান নিয়ে কিন্তু কোনো ইস্যু নাই। ওদের সেরা বোলার যদি হয়, আমরা ছয় করে নিয়ে তো খুব স্বস্তিতে আছি। মূল ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে ও দুয়েকটা উইকেট নিয়ে নিচ্ছে। এটা কমিয়ে আনাটা গুরুত্বপূর্ণ। 


promotional_ad

'ও যে ১৪৭ গতিতে বল করেছে তার ওভার থেকেই কিন্তু সাকিব ১৬ রান নিয়েছে। ওদের ইতিবাচকতার দিক থেকে ঠিক আছে তবে আমাদেরও খুব একটা সমস্যা হয়নি। যেটা হয়েছে খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি।'


উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে মাত্র পাঁচ ওভার করেছিলেন থমাস। ৩৪ রান খরচায় নিয়েছেন এক উইকেট। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করার সেই ম্যাচে তামিম ইকবাল ফের??র পরেই ইমরুল কায়েসকে ফিরিয়েছেন থমাস।


দ্বিতীয় ওয়ানডেতে দশ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে থমাস নিয়েছেন তিন উইকেট। সেই ম্যাচেও ব্রেক থ্রু এনে দেওয়ার কাজটি সফলতার সঙ্গে করেছেন থমাস।


ইমরুল কায়েস, মুশফিকুর রহিম এবং সৌম্য সরকারের উইকেট শিকার করেছেন তিনি। রান দিলেও সময়মত উইকেটের দেখা পাচ্ছেন এই গতি তারকা। শেষ ম্যাচে টাইগাররা তাঁকে থামাতে পারেন কিনা এটাই এখন দেখার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball