শুভাগত'র ব্যাটে তাকিয়ে মধ্যাঞ্চল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৪৪ রানের লিড পেয়েছে মধ্যাঞ্চল, হাতে আছে পাঁচ উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেহেদি হাসানের স্পিন তোপের মুখে পড়ে মধ্যাঞ্চল। দলীয় ৬৩ রানের মধ্যে তিনটি উইকেট হারায় তাঁরা।
তিনটি উইকেটই নিয়েছেন মেহেদি। সাদমান হোসেনকে ব্যক্তিগত ২৩ রানে, পিনাক ঘোষকে ব্যক্তিগত দশ রানে এবং আব্দুল মজিদকে ব্যক্তিগত ২৬ রানে ফিরিয়েছেন তিনি।
শেষপর্যন্ত মধ্যাঞ্চল লিড পেয়েছে শুভাগত হোমের ব্যাটে ভর করে। চারটি চারে ৫৫* রান করে উইকেটে আছেন তিনি। মধ্যাঞ্চল থেমেছে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রানে।
মার্শাল আইয়ুব (১৭) সঙ্গ না দিলেও এদিনে তাইবুর রহমানের (৩৩) সঙ্গ পেয়েছেন শুভাগত। ম্যাচের শেষদিন তাঁর সঙ্গে শুরু করবেন উইকেটরক্ষক জাকের আলী (১০*)।

এর আগে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চল। আগের দিনে ৫৪ রানে ব্যাট করা রকিবুল, এদিনে বেশিদূর যেতে পারেননি।
৬৫ রানে থেমেছেন তিনি। এছাড়া ৪৬ রানের ইনিংস এসেছে মেহেদির ব্যাট থেকে। মধ্যাঞ্চলের হয়ে চারটি উইকেট নিয়েছেন আরাফাত সানি। দুটি উইকেট ইয়াসিন আরাফাতের।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ- দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১/১০
(তাইবুর ৬৮, সাদমান ৬০; মেহেদি ৩/৫০, আল-আমিন ৩/৬৭)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৯৭/১০
(তুষার ৭৮, বিজয় ৭৭, রাব্বি ৭৪, রকিবুল ৬৫; সানি ৪/১২২, ইয়াসিন ২/৫৪)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৮০/৫
(শুভাগত ৫৫*, তাইবুর ৩৩; মেহেদি ৩/৪৪)