promotional_ad

জয় দিয়ে বছর শেষ করতে চান মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বছরের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে লঙ্কানদের বিপক্ষে লড়াই জমাতে ব্যর্থ হওয়ায় শিরোপা অধরা ছিল বাংলাদেশ দলের।


কিন্তু তারপর উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জয়, এশিয়া কাপের ফাইনালে খেলা, এসব মিলিয়ে ওয়ানডেতে টাইগারদের বছরটা বেশ ভালোই গেছে। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, উইন্ডিজকে চলতি সিরিজের শেষ ম্যাচে হারিয়ে ভালো ভাবেই বছরটা শেষ করতে চান তিনি।


promotional_ad

"জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে। প্রথম ম্যাচের পর বলেছিলাম যে, এ বছরের জয়ের পরিসংখ্যান বেশ ভালো। জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে। পাশাপাশি খুব বড় একটা টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল। বছরের শুরুতেও একটা ত্রিদেশীয় সিরিজ হেরেছি। এছাড়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়ানডে ফরম্যাট বেশ ভালো গিয়েছে। শেষটাও উইনিং সাইডে থাকতে পারলে ভালো হবে।"


বাংলাদেশ-উইন্ডিজের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। শেষ ম্যাচে জিততে পারলে সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ দল। মাশরাফি মনে করেন এই জয় আত্মবিশ্বাস যোগাবে টি-টুয়েন্টি সিরিজে।


মাশরাফির মতে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আগামী বছর নিউজিল্যান্ড সফর আছে। একটি সিরিজ জয় সেই সিরিজেও ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি করবে বলে বিশ্বাস টাইগার দলপতির।


"অবশ্যই এ ম্যাচটা জিততে পারলে পরবর্তী সিরিজের আত্মবিশ্বাস ভালো থাকবে। টি-টোয়েন্টি হবে যে সিরিজটি সেটাতে অনেক সাহায্য করবে। পরবর্তীতে নিউজিল্যান্ড ট্যুর আছে। যদিও ফরম্যাট আলাদা থাকবে।স্পোর্টসে যেটাহয় আসলে, আত্মবিশ্বাস তৈরি হয় আপনি জয়ী বা পরাজিত পক্ষের সেটার ওপর। তাই আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball