জয় দিয়ে বছর শেষ করতে চান মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বছরের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে লঙ্কানদের বিপক্ষে লড়াই জমাতে ব্যর্থ হওয়ায় শিরোপা অধরা ছিল বাংলাদেশ দলের।
কিন্তু তারপর উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জয়, এশিয়া কাপের ফাইনালে খেলা, এসব মিলিয়ে ওয়ানডেতে টাইগারদের বছরটা বেশ ভালোই গেছে। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, উইন্ডিজকে চলতি সিরিজের শেষ ম্যাচে হারিয়ে ভালো ভাবেই বছরটা শেষ করতে চান তিনি।

"জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে। প্রথম ম্যাচের পর বলেছিলাম যে, এ বছরের জয়ের পরিসংখ্যান বেশ ভালো। জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে। পাশাপাশি খুব বড় একটা টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল। বছরের শুরুতেও একটা ত্রিদেশীয় সিরিজ হেরেছি। এছাড়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়ানডে ফরম্যাট বেশ ভালো গিয়েছে। শেষটাও উইনিং সাইডে থাকতে পারলে ভালো হবে।"
বাংলাদেশ-উইন্ডিজের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। শেষ ম্যাচে জিততে পারলে সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ দল। মাশরাফি মনে করেন এই জয় আত্মবিশ্বাস যোগাবে টি-টুয়েন্টি সিরিজে।
মাশরাফির মতে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আগামী বছর নিউজিল্যান্ড সফর আছে। একটি সিরিজ জয় সেই সিরিজেও ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি করবে বলে বিশ্বাস টাইগার দলপতির।
"অবশ্যই এ ম্যাচটা জিততে পারলে পরবর্তী সিরিজের আত্মবিশ্বাস ভালো থাকবে। টি-টোয়েন্টি হবে যে সিরিজটি সেটাতে অনেক সাহায্য করবে। পরবর্তীতে নিউজিল্যান্ড ট্যুর আছে। যদিও ফরম্যাট আলাদা থাকবে।স্পোর্টসে যেটাহয় আসলে, আত্মবিশ্বাস তৈরি হয় আপনি জয়ী বা পরাজিত পক্ষের সেটার ওপর। তাই আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।"