ভারত-বাংলাদেশ সিরিজ চান বিসিসিআই সচিব

ছবি: ছবি-সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেও সর্বপ্রথম ২০১৭ সালে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবার হায়দ্রাবাদে দু'দল এক ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি তাঁরা। এরপর আর ভারতের মাঠে খেলা হয়নি বাংলাদেশের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব আমিতাভ চৌধুরী জানিয়েছেন বাংলাদেশকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে কোন সমস্যা নেই তাঁদের।
বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিং শেষে এমনই মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ সফরে তাঁদেরকে আমন্ত্রণ জানালে তাঁরাও বিষয়টিতে আনন্দিত হবেন। তিনি বলেন,

'আমরা বাংলাদেশ সফরে আসলে আনন্দিত হব এবং অবশ্যই এর থেকেও বেশি খুশি হবো তাদেরকে ভারতে আমন্ত্রণ জানাতে।'
এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো এখন অন্যদেশের ম্যাচ আয়োজনে সহায়তা করতে পারবে। যেকারণে রাজনৈতিক সমস্যার কারণে ভারত-পাকিস্তান দু'দেশের কোথাও সিরিজ খেলতে রাজি না হলে অন্য দেশ তাঁদের সিরিজ আয়োজন করতে পারবে। তিনি আরও বলেন,
'আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো এফটিপির প্রস্তাবটিতে রাজি হয়েছে। তারা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এফটিপিতে রয়েছে। সেই সঙ্গে পূর্ণ সদস্য দেশগুলোর জন্য সুযোগ থাকছে অন্য দেশকে ক্রিকেট ম্যাচ আয়োজনে সহায়তা করার। তাই চিন্তার কোন কারন নেই এই বিষয়েও আমরা সিদ্ধান্ত নিব।'
২০১৩ সালের পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। দুই দেশের রাজনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে এখন দু'দল চাইলে বাইরের দেশে সিরিজ আয়োজন করা সম্ভব হবে।