ডিআরএস নিয়ে সমস্যা নেই কোহলির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি জানিয়েছেন প্রত্যেক টেস্ট ক্রিকেটারেরই উচিৎ ডিআরএস পদ্ধতি নিয়ে খুশি থাকা।  


তাঁর মতে প্রযুক্তিগত কিছু ত্রুটি থাকলেও ডিআরএস পদ্ধতিতে ক্রিকেটারদের উপকারি হয়েছে বেশি। বর্তমানে এর সমস্যাগুলো নিরসনের ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। কোহলি বলেন, 


promotional_ad

'আপনাকে এর (ডিআরএস) উপকারিতা এবং অপকারিতা উভয়ই বিবেচনা করতে হবে। কখনো সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে, আবার কখনও যাবে না। আমার এই নিয়ে সমস্যা নেই। '


কোহলি আরও যোগ করেন, 'আমি নিশ্চিত এর সমস্যাগুলো খুঁজে বের করা হচ্ছে এবং সেগুলো শুধরানো হচ্ছে। কোনও কিছুই সর্বদা পরিপূর্ণভাবে ঠিক হয় না। আপনাকে মানুষের ভুলগুলোও বিবেচনায় আনতে হবে।' 


মাঠে আম্পায়ারদের ভুল ধরার জন্য এবং সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করার জন্য প্রণীত এই পদ্ধতি নিয়ে বেশ কিছুদিন থেকে কথা চলে আসছে ক্রিকেট বিশ্বে। সর্বশেষ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাডিলেড টেস্টেও ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অজি অধিনায়ক টিম পেইন।


সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুই ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং আজিংকা রাহানের দুটি সিদ্ধান্ত সফরকারীদর পক্ষে গিয়েছিলো।  এর ফলে ম্যাচের মোড় অনেকটাই ঘুরে গিয়েছিলো সেসময়। ম্যাচ শেষে তাই অজি অধিনায়ক টিম পেইন এই বিষয়ে হতাশা প্রকাশ করে বলেছিলেন,


'এটি পরিপূর্ণ একটি সিস্টেম নয় এবং আমি এর উত্তর পাইনি। এটি অনেক হতাশার, আমার মতো বাকিরাও বেশ হতাশ বলে আমি মনে করি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball