ফাইনালের মিশনে বাংলাদেশ-শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল ইমার্জিং এশিয়া কাপে নিজেদের গ্রু্প পর্বের লড়াই শেষ করেছে রবিবার। এখন সেমি ফাইনালে খেলতে শ্রীলঙ্কায় রয়েছে টাইগাররা।
সেমিফাইনালে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় শুরু হবে এই ম্যাচটি। ইমার্জিং এশিয়া কাপে এবার আটটি দল অংশ নিয়েছে দুটি গ্রুপে।
'এ' গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান খেলেছে। আর 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী ছিল পাকিস্তান, হংকং ও আরব আমিরাত। 'এ' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।

'বি' গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। 'এ' গ্রুপ থেকে তিন ম্যাচে খেলে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭৪ রানে হারিয়েছিল দলটি।
দ্বিতীয় ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়েই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারতীয়রা।
২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলছে লঙ্কানরা। এদিকে, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
তবে শেষ দুটি ম্যাচে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সোহানের দল। দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৮ রানে হারানোর পর শেষ ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে টাইগাররা।
পাকিস্তানকে হারালেও রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। আর পাকিস্তান হয় গ্রুপ চ্যাম্পিয়ন। সেমিফাইনাল শেষে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপের ফাইনাল।