পার্থ টেস্টেও থাকছেন না পৃথ্বী শ

ছবি: পৃথ্বী শ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে গোড়ালির ইনজুরির কারণে খেলা হয়নি ভারতীয় ওপেনার পৃথ্বী শ এর। শতভাগ সুস্থ না হয়ে ওঠায় এবার পার্থ টেস্টেও খেলা হচ্ছে না ১৯ বছর বয়সী এই তরুণের।
এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে আশার কথা হলো বর্তমানে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন পৃথ্বী। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী তাই তরুণ এই ক্রিকেটারকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেছেন,

'পৃথ্বীর ছিটকে পড়াটা আসলেই অনেক পীড়াদায়ক। তবে ভালো দিক হলো সে দ্রুতই সুস্থ হয় উঠছে। সে এরই মধ্যে হাঁটা শুরু করেছে। সে যদি উইকেটে কিছুটা দৌড়াতে পারে এই সপ্তাহে, তা হলে সেটি অবশ্যই একটি ইতিবাচক দিক হবে। যেহেতু সে অনেক তরুণ তাই তাঁর সুস্থ হয়ে উঠতে কম সময় লাগতে পারে।'
এদিকে পৃথ্বী শ'এর ইনজুরি কল্যাণে পার্থ টেস্টেও যথারীতি ওপেনিংয়ে দেখা যাবে লোকেশ রাহুল এবং মুরলি বিজয়। অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ এবং ১৮ রান করা বিজয় এই টেস্টটিকে শেষ সুযোগ হিসেবে দেখতে পারেন।
এর আগে ঘরের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না এই ওপেনার। অপরদিকে এখন পর্যন্ত চলতি বছর বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। তবে নিজেকে প্রমাণ করতে বরাবরই ব্যর্থ হয়েছেন তিনি।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রানের আভাস দিলেও শেষ পর্যন্ত ৪৪ রান নিয়ে উইকেট ছুঁড়ে এসেছিলেন রাহুল। সুতরাং ভারতীয় দলে নিজের অবস্থান পাকা করতে হলে তাঁকে যে বড় স্কোর গড়ার মানসিকতা নিয়ে খেলতে হবে তা বলাই বাহুল্য।
উল্লেখ্য আগামী ১৪ই ডিসেম্বর পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সফরকারী ভারত। এরই মধ্যে ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে এগিয়ে আছে ভিরাট কোহলির দল।