সেঞ্চুরি হাতছাড়া দক্ষিণাঞ্চলের তিন ব্যাটসম্যানের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের খেলায় সেঞ্চুরি হাতছাড়া করেছেন দক্ষিণাঞ্চলের তিন ব্যাটসম্যান। যদিও ৪৮ রানের লিড পেয়ে গেছে দলটি, হাতে আছে পাঁচ উইকেট।
প্রথম দিন আট উইকেটে হারিয়ে ২৩৪ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সব'কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬১ রান। আগের দিন ৪৩ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান এদিনে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন।
শেষ উইকেট জুটিতে আরাফাত সানিকে নিয়ে দলের খাতায় ২৬ রান যোগ করেছেন তিনি। শেষপর্যন্ত মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাতটি চার ও একটি ছয়ে ৬৮ রান করে ফিরেছেন তাইবুর। দক্ষিনাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি এবং পেসার আল-আমিন হোসেন।
২৬১ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণাঞ্চল। ৪ রান করেই সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিস। দলের খাতায় তখন ৬ রান। শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণ ব্যাটিং করেন আরেক ওপেনার এনামুল হক বিজয় এবং তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি।

দু'জনে মিলে গড়েন ১৪৬ রানের বিশাল জুটি। ৯৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭৪ রান করে সাজঘরে ফিরেছেন দারুণ খেলতে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। আরাফাত সানির স্পিনে পরাস্ত হয়ে লেগ বিফোর হয়ে ফিরেছেন তিনি।
তাঁর বিদায়ের পর উইকেটে নেমেছেন তরুণ ক্রিকেটার আল-আমিন। তাঁর একটু পরেই সাজঘরের পথ ধরেন বিজয়। ১১৮ বলে দশটি বলে ৭৭ রান নিয়ে ফিরেছেন বিজয়। ৪১ বলে ১৪ রান করে ফিরেছেন আলআমিনও।
১৭৮ রানে চার উইকেট হারানো দক্ষিণাঞ্চলের হাল পুনরায় ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। ৯২ বলে অর্ধশতক হাঁকানো তুষার দিনের শেষে থামেন নয়টি চার ও একটি ছক্কায় ৭৮ রান।
রকিবুল হাসানের সঙ্গে ১২২ রানের জুটি গড়ে ইয়াসিন আরাফাতের বলে ফিরে যান তিনি। দিনের শেষে রকিবুল ব্যাটিং করছেন ৫৪ রানে। দক্ষিণাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩০৯ রান।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ- দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১/১০
(তাইবুর ৬৮, সাদমান ৬০; মেহেদি ৩/৫০, আল-আমিন ৩/৬৭)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৯/৫
(তুষার ৭৮, বিজয় ৭৭, রাব্বি ৭৪, রকিবুল ৫৪*; সানি ৩/১০৪, ইয়াসিন ২/৪২)