promotional_ad

তুষারের অর্ধশতক

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭৩/৪ (৭৪ ওভার)


(তুষার ৬১*, রাকিবুল ৩৫* ); (ইয়াসিন ১/২৩, সানি ৩/৬১)


মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১ অলআউট (৯৭.৪ ওভার)


(তাইবুর ৬৮, সাদমান ৬০); (মেহেদি ৩/৫০, আল-আমিন হোসেন ৩/৬৩)


তুষারের অর্ধশতকঃ


৯২ বলে অর্ধশতক হাঁকিয়ে দলকে দারুণ অবস্থানে নিয়ে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। বর্তমানে ৬১ রানে অপরাজিত আছেন তিনি। ১৪ রানে আল-আমিনের বিদায়ের পর রাকিবুল হাসানকে নিয়ে জুটি গড়েছেন তিনি।


রাকিবুল ব্যাটিং করছেন ৩৫ রানে। দক্ষিণাঞ্চলের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৭৩।


সাজঘরে রাব্বিঃ


৯৯ বলে ৭৪ রান নিয়ে সাজঘরে ফিরেছেন দারুণ খেলতে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। আরাফাত সানির স্পিনে পরাস্ত হয়ে লেগ বিফর হয়ে ফিরেছেন তিনি।



promotional_ad

তাঁর বিদায়ে উইকেটে নেমেছেন তরুণ ক্রিকেটার আল-আমিন। তাঁকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন এনামুল। মাত্র ১৯ রানের জুটি গড়েই আরফাত সানির বলেই সাজঘরের পথে ধরেছেন বিজয়।


১১৮ বলে ৭৭ রান নিয়ে ফিরেছেন তিনি। উইকেটে ব্যাট হাতে নেমেছেন অভিজ্ঞ তুষার ইমরান। বর্তমানে দক্ষিণাঞ্চলের সংগ্রহ তিন উইকেটে ১৭১।


এবার এনামুলঃ


রাব্বির অর্ধশতকের পরই নিজের ব্যক্তিগত অর্ধশতকটি হাঁকিয়ে নিলেন এনামুল। আরাফাত সানিকে দুই বলে দুই চার মেরে ৮১ বলে ৫০ রান তুলেছেন তিনি। তাঁর সাথে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন রাব্বি। ৬৬ রানে অপরাজিত আছেন তিনি।


তাঁদের দুইজনের ১৩১ রানের জুটিতে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩০ ওভার শেষে ১৩৭।


রাব্বির দুর্দান্ত অর্ধশতকঃ


মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন ২৫ রান নিয়ে। বিরতি থেকে ফিরেই অন্যরকম রাব্বিকে দেখল মধ্যাঞ্চলের বোলাররা। ২৪তম ওভারে এসে শুভাগত হোমের ওপর তান্ডব চালান রাব্বি। দুই ছয়, এক চারে সেই ওভারেই ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে নেন তিনি।


শুভাগতকে ওভারের চতুর্থ বলে বিশাল এক ছয় হাঁকান রাব্বি। তাতেই তিনি পৌঁছে যান ৬১ বলে অর্ধশতকে। বর্তমানে এনামুল এবং রাব্বির জুটিতে দক্ষিণাঞ্চলের রান ১০৯, এক উইকেটে।


শুরুতেই হোঁচট দক্ষিণাঞ্চলেরঃ


২৬১ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমেই মূল্যবান উইকেটটি হারায় দক্ষিণাঞ্চল। ৪ রান করেই সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিস। দলের খাতায় তখন ৬ রান।


শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণ ব্যাটিং করেন আরেক ওপেনার এনামুল হক বিজয় এবং তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি। দু'জনে গড়েন ৬৯ রানের জুটি। ৩৪ রান নিয়ে বিজয় এবং ২৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দুইজন। প্রথম সেশন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৭০।



স্বল্প পুঁজিতে অলআউট মধ্যাঞ্চলঃ


প্রথম দিন আট উইকেটে হারিয়ে ২৩৪ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সব'কটি উইকেট হারিয়ে ফেলে। শেষপর্যন্ত ২৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মধ্যাঞ্চল। ৪৩ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান দিনের শুরুতেই তুলে নিয়েছেন ব্যাক্তিগত অর্ধশতক।


কিন্তু অপর প্রান্ত দিয়ে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। প্রথম দিন অপরাজিত থেকে ইয়াসির আরাফাত ৫ রান নিয়ে সাজঘরে ফিরেছেন রান আউট হয়ে। এরপর শেষ উইকেট জুটিতে আরাফাত সানিকে নিয়ে দলের খাতায় ২৬ রান যোগ করে তাইবুর। শেষপর্যন্ত মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে ৬৮ রান করে ফিরেছেন তাইবুর। সানি ২ রানে অপরাজিত ছিলেন।


প্রথম ইনিংসে দক্ষিনাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি এবং পেসার আল-আমিন হোসেন।


টসঃ


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের এই ম্যাচে টসে জয়ী হয়েছিল দক্ষিণাঞ্চল। টস জিতে প্রতিপক্ষ মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল তাঁরা। 


মধ্যাঞ্চল একাদশঃ


সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, রবিউল হক, ইয়াসির আরাফাত, জাকের আলি (উইকেটর??্ষক), মোশাররফ হোসেন, আরাফাত সানি।


দক্ষিণাঞ্চল একাদশঃ 


শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, আল-আমিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball