promotional_ad

আইপিএল নিলামের আদ্যপ্রান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১০০৩ জন ক্রিকেটার আইপিএলে নিবন্ধন করলেও শেষ পর্যন্ত ১৮ই ডিসেম্বরের আইপিএল নিলামে উঠছেন ৩৪৬ জন ক্রিকেটার, যার মধ্যে ২২৬ জনই ভারতীয়। 


ভারতের জয়পুরে অনুষ্ঠেয় এই নিলামের আগে এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলা হয়েছে ৩৪৬ জন ক্রিকেটারকে। বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাচ্ছেন ভিন্ন ভিন্ন ভিত্তিমূল্য।


সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি, সর্বনিম্ন হচ্ছে বিশ লাখ রুপি। বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে উঠবেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।


ভারত-বাংলাদেশ ছাড়া অন্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২৬ জন, অস্ট্রেলিয়ার ২৩ জন, উইন্ডিজের ও ইংল্যান্ডের ১৮ জন, নিউজিল্যান্ডের ১৩ জন, আফগানিস্তানের ৮ জন ও শ্রীলংকার ৭ জন ক্রিকেটার থাকছেন আইপিএলের নিলামে।


এছাড়া নিলামে জিম্বাবুয়ের দুই জন এবং আমেরিকা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের একজন করে ক্রিকেটার থাকছেন। তবে নিলামে এতো বেশি ক্রিকেটার থাকলেও দল পাবেন অনেক কম ক্রিকেটার।


কেননা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পর্যাপ্ত অর্থ নেই। বর্তমান চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের নিলামে খরচের জন্য বাকি আছে ৮.৪০ কোটি রুপি। দলে ভেড়াতে পারবে মোট দুই জনকে (দুই ভারতীয়, ০ বিদেশী)।



promotional_ad

রানারআপ দল সানরাইজার্স হায়দ্রাবাদের নিলামের খরচ করার মতো বাকি আছে ৯.৭০ কোটি রুপি। দলে নিতে পারবে মোট পাঁচ জনকে (তিন ভারতীয়, দুই বিদেশী)। মুম্বাই ইন্ডিয়ান্সের নিলামে খরচের জন্য বাকি আছে ১১.১৫ কোটি রুপি। দলে ভেড়াতে পারবে মোট সাত জনকে (ছয় ভারতীয়, এক বিদেশী)।


কিংস ইলেভেন পাঞ্জাবের নিলামে খরচের জন্য বরাদ্দ অর্থ ৩৬.২০ কোটি রুপি। মোট ১৫ জনকে (১১ ভারতীয়, চার বিদেশী) দলে নিতে পারবে তাঁরা। রাজস্থান রয়্যালসের সঞ্চয় রয়েছে ২০.৯৫ কোটি রুপি। নিতে পারবে মোট নয় জনকে (ছয় ভারতীয়, তিন বিদেশী)।


ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নিলামে খরচের জন্য বাকি আছে ৬৩.৮৫ কোটি রুপি। নিতে পারবে মোট দশ জনকে (আট ভারতীয়, দুই বিদেশী)। কলকাতা নাইট রাইডার্সের বরাদ্দ অর্থ ১৫.২০ কোটি রুপি। 


দলে নিতে পারবে মোট ১২ জনকে (সাত ভারতীয়, পাঁচ বিদেশী)। এছাড়া দিল্লী ক্যাপিটালসের নিলামে খরচের জন্য বাকি আছে ২৫.৫০ কোটি রুপি। দলে ভেড়াতে পারবে মোট দশ জনকে (সাত ভারতীয়, তিন বিদেশী)।


এবার দেখে নেওয়া যাক এবারের নিলামে শীর্ষস্থানীয় ভিত্তিমূল্য (এক কোটি রুপি থেকে দুই কোটি রুপি) পাচ্ছেন কোন ক্রিকেটাররা


ক্যাটাগরি-
ভিত্তিমূল্য- দুই কোটি রুপি


তালিকায় যারা আছেন- লাসিথ মালিঙ্গা (বোলার, শ্রীলংকা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (অলরাউন্ডার, শ্রীলংকা), কলিন ইনগ্রাম (ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকা), ব্রেন্ডন ম্যাককালাম (ব্যাটসম্যান, নিউজিল্যান্ড), কোরি অ্যান্ডারসন (অলরাউন্ডার, নিউজিল্যান্ড), ক্রিস ওকস (অলরাউন্ডার,ইংল্যান্ড), স্যামুয়েল কারান (অলরাউন্ডার, ইংল্যান্ড), শন মার্শ (ব্যাটসম্যান, অস্ট্রেলিয়া), ডা'রসি শর্ট (অলরাউন্ডার, অস্ট্রেলিয়া)।



ক্যাটাগরি- ২
ভিত্তিমূল্য- দেড় কোটি রুপি


তালিকায় যারা আছেন- মর্নে মরকেল (বোলার, দক্ষিণ আফ্রিকা), ডেল স্টেইন (বোলার, দক্ষিণ আফ্রিকা), রাইলি রুশো (ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকা), জয়দেব উনাদকাত (বোলার, ভারত), অ্যালেক্স হেলস (ব্যাটসম্যান, ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক, ইংল্যান্ড), লুক রাইট (ব্যাটসম্যান, ইংল্যান্ড), লিয়াম ডওসন (বোলার, ইংল্যান্ড), জেমস ফকনার (অলরাউন্ডার, অস্ট্রেলিয়া), অ্যালেক্স কারি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)।


ক্যাটাগরি- ৩
ভিত্তিমূল্য- এক কোটি রুপি


তালিকায় যারা আছেন- হাশিম আমলা (ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকা), জিন পল ডুমিনি (অলরাউন্ডার, দক্ষিণ আফ্রিকা), মার্টিন গাপটিল (ব্যাটসম্যান, নিউজিল্যান্ড), লকি ফার্গুসন (বোলার, নিউজিল্যান্ড), অক্ষর প্যাটেল (অলরাউন্ডার, ভারত), যুবরাজ সিং (অলরাউন্ডার, ভারত), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক, ভারত), মোহাম্মদ শামি (বোলার, ভারত), ক্রিস জর্ডান (অলরাউন্ডার, ইংল্যান্ড), জো ডেনলি (ব্যাটসম্যান, ইংল্যান্ড), মার্ক উড (বোলার, ইংল্যান্ড), স্টিভেন ফিন (বোলার, ইংল্যান্ড), ময়েসিস হেনরিকস (অলরাউন্ডার, অস্ট্রেলিয়া), অ্যাডাম জাম্পা (বোলার, অস্ট্রেলিয়া), উসমান খাওয়াজা (ব্যাটসম্যান, অস্ট্রেলিয়া), কেন রিচার্ডসন (বোলার, অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (অলরাউন্ডার, অস্ট্রেলিয়া), বেন লাফলিন (বোলার, অস্ট্রেলিয়া), জেমস প্যাটিনসন (বোলার, অস্ট্রেলিয়া)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball