বরখাস্ত লঙ্কান কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরাকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে সামারাবিরার কোচিংয়ের ধরণ লঙ্কানদের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের পছন্দ হচ্ছে না।
শেষে বোর্ডের তরফ থেকে বিদায় জানানো হয়েছে সামারাবিরাকে। দেশটির জনপ্রিয় পোর্টাল আইল্যান্ড ক্রিকেট জানাচ্ছে এমন তথ্য। লম্বা সময় ধরে নাকি বনিবনা হচ্ছে না এই দুই কোচের।

এরইমাঝে নাকি নতুন কোচ খোঁজা শুরু করেছে শ্রীলংকা। শোনা যাচ্ছে ডারহামের প্রধান কোচ এবং সাবেক কিউই ওপেনার জন লুইসকে ব্যাটিং কোচের দায়িত্ব দিবে লঙ্কান ক্রিকেট বোর্ড।
দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছে শ্রীলংকা। সিরিজের প্রথম টেস্ট টি শুরু হবে ১৫ই ডিসেম্বর, ওয়েলিংটনে।
দ্বিতীয় টেস্টটি ২৬ই ডিসেম্বর, ক্রাইস্টচার্চে। আগামী বছরের শুরুতে ৩, ৫ ও ৮ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম দুইটি মাউন্ট মাওগানুইতে এবং শেষ ম্যাচটি নেলসনে।
এরপরে ১১ই জানুয়ারি অকল্যান্ডে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি অনুস্থিত হবে।