শুরুর ধকল সামলে বড় জুটির লক্ষ্যে বিজয়-রাব্বি

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৭০/১ (২০ ওভার)
(বিজয় ৩৪*, ফিজলে রাব্বি ২৫*); (ইয়াসিন ১/২৩)
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১ অলআউট (৯৭.৪ ওভার)
(তাইবুর ৬৮, সাদমান ৬০); (মেহেদি ৩/৫০, আল-আমিন হোসেন ৩/৬৩)
শুরুতেই হোঁচট দক্ষিণাঞ্চলেরঃ

২৬১ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমেই মূল্যবান উইকেটটি হারায় দক্ষিণাঞ্চল। ৪ রান করেই সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিস। দলের খাতায় তখন ৬ রান।
শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণ ব্যাটিং করেন আরেক ওপেনার এনামুল হক বিজয় এবং তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি। দু'জনে গড়েন ৬৯ রানের জুটি। ৩৪ রান নিয়ে বিজয় এবং ২৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দুইজন। প্রথম সেশন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৭০।
স্বল্প পুঁজিতে অলআউট মধ্যাঞ্চলঃ
প্রথম দিন আট উইকেটে হারিয়ে ২৩৪ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সব'কটি উইকেট হারিয়ে ফেলে। শেষপর্যন্ত ২৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মধ্যাঞ্চল। ৪৩ রানে অপরাজিত থাকা তাইবুর রহমান দিনের শুরুতেই তুলে নিয়েছেন ব্যাক্তিগত অর্ধশতক।
কিন্তু অপর প্রান্ত দিয়ে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। প্রথম দিন অপরাজিত থেকে ইয়াসির আরাফাত ৫ রান নিয়ে সাজঘরে ফিরেছেন রান আউট হয়ে। এরপর শেষ উইকেট জুটিতে আরাফাত সানিকে নিয়ে দলের খাতায় ২৬ রান যোগ করে তাইবুর। শেষপর্যন্ত মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে ৬৮ রান করে ফিরেছেন তাইবুর। সানি ২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে দক্ষিনাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি এবং পেসার আল-আমিন হোসেন।
টসঃ
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের এই ম্যাচে টসে জয়ী হয়েছিল দক্ষিণাঞ্চল। টস জিতে প্রতিপক্ষ মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল তাঁরা।
মধ্যাঞ্চল একাদশঃ
সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, রবিউল হক, ইয়াসির আরাফাত, জাকের আলি (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, আরাফাত সানি।
দক্ষিণাঞ্চল একাদশঃ
শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, আল-আমিন।