promotional_ad

রান করেই ফিরলেন আশরাফুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৩৩/৮ (১১৫ ওভার)


(তাইজুল ৭*, রাহি ১* ); (এবাদত ২/৯৫, সোহাগ গাজী ২/৫৬, সানজামুল ৩/১০৫ )


নিয়মিত বিরতিতে উত্তরাঞ্চলের আঘাতঃ


আশরাফুলের সাথে জুটি গড়তে নামা অংকন ফিরেছেন ১০ রান করে। দলীয় ৪০৩ রানে সানজামুলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর কিছুক্ষণ বাদেই সাজঘরের পথ বেঁছে নেন আশরাফুল। ব্যক্তিগত ১৩৬ রানে স্পিনার সানজামুলের বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


এনামুল হক জুনিয়র ব্যাটিংয়ে নামলে তাঁকেও বেশিক্ষণ টিকতে দেন নি সোহাগ গাজী। ৯ রান তুলতেই তাঁকে সাজঘরের রাস্তা দেখান তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে বর্তমানে উইকেটে রয়েছেন তাইজুল ইসলাম (৭*) এবং আবু জায়েদ চৌধুরী রাহি (১*)।



promotional_ad

পূর্বাঞ্চলের বর্তমান সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪৩৩ রান। 


দিনের শুরু ভালো হয়নি পূর্বাঞ্চলেরঃ


দ্বিতীয় দিনের শুরুতেই দ্বিশতকের দ্বারপ্রান্তে থাকা ব্যাটসম্যান রনি তালুকদার আউট হয়ে ফিরেছেন। প্রথম দিন ১৮৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন খেলতে নেমে দুই রান যোগ করতেই এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


কিন্তু ব্যাট হাতে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল। গত দিন ১০৭ রানের পর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ইতিমধ্যে ১১৫ রান সংগ্রহ করেছেন তিনি। রনির বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা তাসামুল হকও বেশীক্ষণ টিকতে পারেননি। ফিরেছেন ১৯ রানে এবাদতের বলে লেগ বিফর হয়ে।


দ্বিতীয় দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত পূর্বাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৮৬ রান। মাঠে আশরাফুলের সাথে আছেন মাহিদুল ইসলাম অংকন (২*)।


প্রথম দিনঃ


মোহাম্মদ আশরাফুল এবং রনি তালুকদারের চোখ জুড়ানো দুর্দান্ত ব্যাটিংয়ে বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল পূর্বাঞ্চল। শতক হাঁকিয়েছিলেন দুই ব্যাটসম্যানই, চতুর্থ উইকেটে জুটি গড়েছিলেন ২৪১ রানের। অপরাজিত থেকে দিন শেষ করেছেন দুইজনই, সাথে দলকে এনে দিয়েছেন তিন উইকেটে ৩৫৪ রানের সংগ্রহ।



ব্যাটিংয়ে পূর্বাঞ্চলঃ


রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। টস জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের পাঠিয়েছে উত্তরাঞ্চল।


উত্তরাঞ্চল একাদশঃ 


জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।


পূর্বাঞ্চল একাদশঃ


রনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball