promotional_ad

ছোট ভুলের বড় খেসারত দিয়েছিঃ মাশরাফি

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১৩২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের আকস্মিক ছন্দপতন হয় ২১০ রানের মধ্যে। ৫১ বল খেলে উইকেটে থিতু হয়ে যাওয়া মাহমুদুল্লাহ (৩০) বিদায় নেওয়ার একটু পরেই ফিরে যান সৌম্য সরকার (৬)। 


পুনরায় ব্যাটিং করতে এসে লিটন দাসও বিশেষ কিছু করতে পারেননি, কেবল একপাশ আগলে রেখেছিলেন সাকিব আল হাসান। অথচ ঘরের মাটিতে ওয়ানডেতে আরও বেশি পরিপক্ব বাংলাদেশকেই দেখা যায় সবসময়।


ম্যাচ শেষে মাশরাফিও স্বীকার করেছেন এমনটা। ছোট ভুলেই বড় খেসারত দিয়েছে দল, স্বীকার করেছেন অবলীলায়। গণমাধ্যমকে জানান, 



promotional_ad

'যেই উইকেট ছিল এখানে, তামিম ও মুশফিক আউট হওয়ার পর ২৭০-২৮০ চাইছিলাম। রাতে আরও ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। মানে ড্রেসিং রুমে আলোচনা হচ্ছিলো এমনটা এবং আমরা ঠিক পথেই ছিলাম। সাম্প্রতিক পারফর্মেন্স দেখলে বলা যায় এমনটা হয়না আমাদের। 


'দুই তিনটা ফিফটি আসে বা একটা ৮০ বা ৯০ রানের ইনিংস আসে বা কেউ ১০০ করেছে, এমনটাই হয়। দুইজনও ১০০ করেছে এমনও আছে। আজকে ব্যাটসম্যানরা যা করতে চেয়েছে তা করতে পারেনি। ছোট ছোট কিন্তু বেশি ভুল হওয়া যাওয়াতে সেগুলোই অনেক বড় হয়ে গিয়েছে।'


এদিকে মিরপুরে আজ শিশির সেভাবে পড়েনি ম্যাচটিতে। তৃতীয় ওয়ানডেতে সিলেটের উইকেটে বাংলাদেশের বাড়তি দুশ্চিন্তা ডিউ ফ্যাক্টর। কেননা শিশির পড়তে দেখা যায় বেশি সেখানেই।


'এখনও আমি মনে করি আমাদের ঘরের মাঠে খেলা, সুযোগটা আমাদের নিতে হবে, চেষ্টা করতে হবে। শিশির একটু বেশি থাকবে ওখানে (সিলেট)। আজকেতো ডিউ ছিলই না এখানে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর কি।



'কিছু ইতিবাচক ব্যাপার ছিল ম্যাচে যেখানে আমরা একটু ভালো করলে ম্যাচটা বের করে নিতে পারতাম। সেই জায়গাগুলো ঠিক করলে অবশ্যই পরের ম্যাচে আমাদের জেতা সম্ভব। এখানে যা খেলেছি তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball