জিতেও আত্মতৃপ্ত নন হোপ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পেলো উইন্ডিজ। আর দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ।
তবে ম্যাচ জিতেই আত্মতৃপ্ত নন তিনি, জিততে চান সিরিজও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মনে করিয়ে দিয়েছেন এখনও বাকী আছে একটি ওয়ানডে।
'এখনও সিরিজ জিতিনি, সিরিজ ১-১ অবস্থানে আছে। তবে অবদান রাখতে পেরে খুবই আনন্দিত আমি।'

২৫৬ রানের লক্ষ্য তাড়ায় ওপেন করতে নেমে অপরাজিত ১৪৬* রান করে ম্যাচ শেষ করেছেন হোপ। লক্ষ্য অটুট ছিল তাঁর। জানতেন, শেষ পর্যন্ত টিকতে পারলে দলের জয় নিশ্চিত হবেই।
'আমি শেষ পর্যন্ত ব্যাট করার জন্য চাইছিলাম, সেভাবেই খেলছিলাম। আমি জানি আমি শেষ পর্যন্ত খেললে আমরাই জিততাম। শুরুর দিকে উইকেট কিছুটা কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য।'
১৮৫ রানে ছয় উইকেট হারানো উইন্ডিজের জয়ে অবদান রেখেছেন কিমো পলও। চার-ছক্কাহীন ইনিংসে ৩১ বল খেলে ১৮ রান করেছেন পল, হোপের ইনিংসেই পেয়েছেন প্রেরণা।
ম্যাচ শেষে হোপ আরও জানান, 'আমি কিমোকে বলেছি যতটুকু সম্ভব ততটুকু ধৈর্যের সাথে খেলতে। উইকেট এতোটা সহজ ছিল না। উইকেটে এসেই আক্রমণাত্মক খেলাটা সম্ভব ছিল না।'